Samsung Galaxy S22: 8 হাজার টাকা সস্তা হল জনপ্রিয় এই স্মার্টফোন, দাম দেখেই বুকিং করুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 11, 2023 | 12:35 PM

Samsung Galaxy S22 Price: ফোনটিতে একটি 6.1-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে গরিলা গ্লাস ভিকটাস + ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy S22: 8 হাজার টাকা সস্তা হল জনপ্রিয় এই স্মার্টফোন, দাম দেখেই বুকিং করুন

Follow Us

Samsung Galaxy S22 Offers: 2022-এ ভারতে লঞ্চ হওয়া Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S22 বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। কোম্পানিটির কম দাম থেকে শুরু করে বেশি দাম, সব রকমের ফোনই বাজারে আছে। অনেকেই দাম বেশি হওয়ায় কিনে উঠতে পারেননি। তাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অনেক ছাড় পেয়ে যাবেন। 72 হাজার 999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল ফোনটি। কিন্তু আপনি অনেক কমে কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে কিনবেন আর কী কী অফার পাবেন।

Samsung Galaxy S22-এর উপর অফার:

Samsung এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম 8 হাজার টাকা কমিয়েছে। এতে আপনি 8 GB RAM ও 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। 8 হাজার টাকা কমানোর পর 72 হাজার 999 টাকা দামে লঞ্চ হওয়া এই Samsung মোবাইল ফোনটি এখন 64 হাজার 999 টাকায় কিনতে পারবেন। কোম্পানি এই হ্যান্ডসেটের সঙ্গে আপগ্রেড বোনাস হিসাবে 7,000 টাকা ছাড় দিচ্ছে। আপনি যদি আপগ্রেড বোনাসের সুবিধা পান, তাহলে এই ফোনটির দাম পড়বে 57,999 টাকা। এখানেই শেষ নয়, আপগ্রেড বোনাস ছাড়াও, আপনি ব্যাঙ্কর মাধ্যমে পেমেন্টে করলে 3,000 টাকা ক্যাশব্যাক পাবেন। তখন এই ফোনের দাম পড়বে 54,999 টাকা। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও এটি Amazon থেকে কিনতে পারবেন।

Samsung Galaxy S22-এ বিশেষ কী আছে?

ফোনটিতে একটি 6.1-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে গরিলা গ্লাস ভিকটাস + ব্যবহার করা হয়েছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে 4nm ভিত্তিক Snapdragon 8 Gen 1 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে। এতে একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 10-মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোনের সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউটে একটি 10-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে একটি 3700 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Next Article