ফ্ল্যাগশিপ Samsung Galaxy S22 Ultra স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে সঠিক সময়টা এখন এসে গিয়েছে। কারণ, Galaxy S22 Ultra ফোনে 9,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে Samsung। টেক জায়ান্টটি মিস আউট নো মোর সেল নিয়ে হাজির হয়েছে। আর সেখানেই 9,000 টাকা ছাড় মিলবে Samsung Galaxy S22 Ultra ফোনে। কীভাবে এই ছাড় পাবেন, ছাড়ের পরে ফোনের দাম কত হচ্ছে, এমনই যাবতীয় সব তথ্য একনজরে দেখে নিন।
Galaxy S22 Ultra ফোনটি মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছিল Samsung। সেই 12GB+256GB এবং 12GB+512GB মডেল দুটির দাম যথাক্রমে 1,09,999 টাকা এবং 1,18,999 টাকা। এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পরে এই দুই মডেলের দামই যথাক্রমে 10,0,999 টাকা এবং 10,9,999 টাকা হয়ে যাচ্ছে। কাস্টমাররা এই ফোনের বারগান্ডি, ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট এবং গ্রিন – এই কয়েকটি কালার ভ্যারিয়েন্ট পেয় যাবেন। এই বিপুল পরিমাণ ছাড়ে Galaxy S22 Ultra ফোনটি ক্রয় করতে কাস্টমারদের ঢুঁ মারতে হবে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং স্যামসাং শপ অ্যাপে।
অফারের এখানেই শেষ নয়। তারপরেও নো কস্ট ইএমআই অফারে প্রতি মাসে মাত্র 8,328 টাকা খরচ করে এই ফোন ক্রয় করতে পারবেন। এছাড়াও HDFC ব্যাঙ্কের কাস্টমাররা 5,000 টাকা ক্যাশব্যাকও পেয়ে যাবেন এই সেলে। আরও একটি অফার রয়েছে। এই ফোনের সঙ্গে ক্রেতারা মাত্র 2,999 টাকা খরচ করে Galaxy Watch 4 পেয়ে যাবেন।
Samsung Galaxy S22 Ultra: স্পেসিফিকেশন, ফিচার
Galaxy S22 Ultra ফোনে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে দেওয়া হয়েছে একটি 6.8 ইঞ্চির Edge QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ফোনটি আবার S Pen সাপোর্টও করে।
ক্যামেরা সেটআপের দিক থেকে Galaxy S22 Ultra মডেলে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। চারটি ক্যামেরার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হল একটি 108MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং দুটি 10MP টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের ফোনটিতে রয়েছে একটি 40MP ফ্রন্ট ফেসিং সেন্সর।