Smartphone Offers: ফোল্ডেবল স্মার্টফোন কার না ভাল লাগে! ভাঁজ করে রাখা যায় এমন ফোন যেমন দেখতেও সুন্দর, তেমনই আবার সেগুলি ক্যারি করার কাজটাও ঝক্কিহীন। কিন্তু ফোল্ডেবল স্মার্টফোনের যা দাম, তা শুনে আর কেউ কিনতে চান না। এখন সেই ফোল্ডেবল ফোনেই যদি আপনি ছাড় পেয়ে যান, কেমন হয় তাহলে? এই মুহূর্তের জনপ্রিয় একটি ফোল্ডেবল ফোন হল Samsung Galaxy X Flip 3 5G। সেই ফোনের উপরে Flipkart বিরাট ছাড় দিচ্ছে। ব্যাঙ্ক থেকে শুরু করে এক্সচেঞ্জ, সব অফার মিলিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন বিরাট ছাড়। এই সব অফার মিলিয়ে 95,999 টাকা দামের Samsung Galaxy X Flip 3 ফ্লিপকার্টে আপনি পেয়ে যাবেন মাত্র 24,925 টাকায়। কীভাবে এই ছাড় আপনি পাবেন, কী-কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে, সে সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Samsung Galaxy X Flip 3 5G: ফ্লিপকার্টে ছাড়
এমনিতে ফ্লিপকার্টে এই ফোনের দাম 95,999 টাকা। Galaxy X Flip 3 5G-র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট আপনাকে 47% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, এই ফোনটি আপনি পেয়ে যাবেন 49,925 টাকায়। এতো না হয় গেল ফ্ল্যাট ডিসকাউন্ট। এরপরেও রয়েছে আরও আকর্ষণীয় ছাড়।
Samsung Galaxy X Flip 3 5G: এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার
আপনার পুরনো ফোনটা বদলে সেই জায়গায় যদি একটা Samsung Galaxy X Flip 3 5G ফোল্ডেবল হ্যান্ডসেট ক্রয় করতে চান, তাহলেও চমৎকার অফার পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যাবেন আরও 25,000 টাকা ছাড়। ফলে, সব মিলিয়ে এই স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবল ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 24,925 টাকায়।
অফারের এখানেই শেষ নেই। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকলে Samsung Galaxy X Flip 3 5G-র উপরে আপনি পেয়ে যাবেন আরও 5% ক্যাশব্যাক। এখন ভেবেই দেখুন, 1 লাখ টাকার কাছাকাছি দামের একটা ফোনে আপনি কত অফার পাচ্ছেন।
Samsung Galaxy X Flip 3 5G: কীভাবে এই অফারটি আপনি পাবেন
1) প্রথমেই ফ্লিপকার্টে চলে যান এবং সেখান থেকে Samsung Galaxy X Flip 3 5G ফোনটি সার্চ করুন।
2) এবার যে সাইজ় ও কালার ভ্যারিয়েন্ট ফোনটি ক্রয় করতে চান, সেটি বেছে নিন।
3) ক্লিক করুন এক্সচেঞ্জ অফার অপশনে।
4) পেমেন্ট করে দিন। পেমেন্ট করার সময়ই আপনাকে ব্যাঙ্ক অফার দেখানো হবে।