ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4 লঞ্চ হল, অ্যান্ড্রয়েড 12L সফটওয়্যার, দাম ও স্পেকস দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 11, 2022 | 1:18 PM

Galaxy Z Fold 4 এবং Z Flip 4 ফোল্ডেবল ফোন দুটি ভারতের বাজারে এসে গেল। লেটেস্ট ফোন দুটির কত দাম, কী-কী ফিচার্স এবং ভারতে কবে থেকে কিনতে পারবেন, জেনে নিন সব তথ্য।

ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4 লঞ্চ হল, অ্যান্ড্রয়েড 12L সফটওয়্যার, দাম ও স্পেকস দেখে নিন
ঝড় তুলতে এল গ্যালাক্সির নতুন ফোল্ডেবল ফোন।

Follow Us

দুটি অনবদ্য ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। আর সেই ফোন দুটি হল দীর্ঘ প্রতীক্ষিত Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই দুটি ডিভাইসেই কাস্টমাইজ়েবল ফর্ম ফ্যাক্টর রয়েছে, যা ব্যবহারকারীদের আপগ্রেডেড অভিজ্ঞতা প্রদান করতে পারে। এদের মধ্যে গ্যালাক্সি Z Flip 4-এ আপগ্রেডেড ক্যামেরা এবং একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই সব কিছুই ফোনটিতে রয়েছে আলট্রা-কম্প্যাক্ট ডিজ়াইন বজায় রেখে। অন্য দিকে Galaxy Z Fold 4 ফোনটি হল প্রথম কোনও ফোল্ডেবল হ্যান্ডসেট যাতে অ্যান্ড্রয়েড 12L অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এটি এমনই একটি অপারেটিং সিস্টেম, যা বড় স্ক্রিনের ডিভাইসের জন্য ডিজ়াইন করেছে গুগল।

Galaxy Z Fold 4 এবং Flip 4 ফোন দুটিকে এখনও পর্যন্ত সংস্থার সবথেকে টেকসই ফোন হিসেবে দাবি করছে স্যামসাং। আরমর অ্যালুমিনিয়াম ফ্রেম এবং হিঞ্জ কভার দেওয়া হয়েছে এই দুই ফোনে। কভার স্ক্রিন এবং রিয়ার গ্লাস দুটির সুরক্ষার জন্যই রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। মেইন স্ক্রিনের ডিউরেবিলিটিও আগের মডেলগুলির তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। আর তার জন্য ধন্যবাদ জানাতে হয়, অপ্টিমাইজ়ড লেয়ার স্ট্রাকচারকে, যা এক্সটার্নাল শকের কবল থেকে ফোনটিকে বাঁচাতে পারে। ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য ফোনটি IPX8 রেটিং প্রাপ্ত এই ফোনটি।

Galaxy Z Fold 4, Flip 4 দাম ও উপলব্ধতা

স্যামলাং Galaxy Z Fold 4 ফোনের দাম শুরু হচ্ছে 1,799 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 1,42,000 টাকা থেকে। অন্য দিকে Galaxy Z Flip 4 ফোনের দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 80,000 টাকা থেকে। প্রি-রিজ়ার্ভেশনের জন্য ইতিমধ্যেই এই ফোল্ডেবল ফোন দুটি উপলব্ধ হয়ে গিয়েছে। এই অগস্ট মাস থেকেই ফোন দুটি ক্রয় করতে পারবেন উপভোক্তারা। Galaxy Z Fold 4 ফোনের মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- গ্রেগ্রিন, বেইজ এবং ফ্যান্টম ব্ল্যাক। অন্য দিকে Flip 4 ফোনটির বোরা পার্পল, গ্রাফাইট, পিঙ্ক গোল্ড এবং নীল ইত্যাদি কালার মডেল রয়েছে।

Samsung Galaxy Z Fold 4: স্পেসিফিকেশন, ফিচার

Galaxy Z Fold 4 ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চির HD+ কভার ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোল্ডিংয়ের জন্য রয়েছে আর একটি 7.6 ইঞ্চির QXGA+ ডায়নামিক অ্যামোলেজ 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন1 প্রসেসর। এই চিপসেট পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত র‌্যাম এবং 256GB/512GB/1TB পর্যন্ত স্টোরেজের সঙ্গে, যা এক্সপ্যান্ডেবল নয়। সফটওয়্যারের হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড 12L ভিত্তিক OneUI কাস্টম স্কিন আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে।

অপ্টিক্সের দিক থেকে এই Galaxy Z Fold 4 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। এই ক্যামেরা ডুয়াল পিক্সেল AF, OIS সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 10MP টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের দুটি ডিসপ্লেতে দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যাদের সেন্সর যথাক্রমে 4MP এবং 10MP।

এই ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,400mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি S Pen সাপোর্টও দেওয়া হয়েছে ফোনটিতে।

Samsung Galaxy Z Flip 4: স্পেসিফিকেশন, ফিচার

Galaxy Z Flip 4 ফোনে একটি 6.7 ইঞ্চির ডায়নামিক 2X অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 120Hz। গৌণ আর একটি ডিসপ্লে রয়েছে এই ফোনের, যা 1.9 ইঞ্চির একটি অ্যামোলেড স্ক্রিন। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত র‌্যাম এবং 128GB/256GB/512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে Android 12 ভিত্তিক OneUI 4.1 কাস্টম স্কিন দেওয়া হয়েছে ফোনটিতে।

Galaxy Flip Z 4 ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 3,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর অর্থ হল ফোনটি সবদিক থেকেই Flip 3-এর থেকে অনেকটাই উন্নত করা হয়েছে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 12MP। এই ক্যামেরা ডুয়াল ডুয়াল পিক্সেল AF, OIS সাপোর্ট করে। আর একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া হয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 10MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Next Article