Samsung চলতি বছরের ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy S23 সিরিজ লঞ্চ করতে চলেছে। ফোনের টপ ভেরিয়েন্ট মডেলগুলি হল Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra-স্মার্টফোন তিনটি। Galaxy S23 Ultra-এর একটি 200MP ক্যামেরা থাকবে। 1 ফেব্রুয়ারি আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড 2023 (Samsung Galaxy Unpacked 2023) ইভেন্টে এই স্মার্টফোন তিনটির উপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গিয়েছে। Samsung Galaxy S23 Ultra চারটি রঙে আসবে (কালো, গোলাপী, বেইজ এবং সবুজ)। ফোনটিতে 12GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে। ফোনটি ডেলিভারির জন্য প্রস্তুত কিন্তু দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। Slashleaks নামের একটি ওয়েবসাইট থেকে জানা গিয়াছে Samsung Galaxy S23 Ultra-এর দাম $1,400 হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,13,400 টাকা। s23 Ultra স্মার্টফোনটি S22 Ultra-এর চেয়ে বেশি দামী হবে, যেটির দাম 1,09,999 টাকা শুরু।
Samsung Galaxy S23 Ultra-তে 120hz রিফ্রেশ রেট সহ একটি কার্ভড 6.8-ইঞ্চি 2X ডায়নামিক Amoled ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত পরিবর্তিত হবে। এর আগে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, Galaxy S23 Ultra-এর সর্বোচ্চ উজ্জ্বলতা 2,000 নিট। এছাড়া আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোনটিতে। সুরক্ষার জন্য় স্ক্রিনে গরিলা গ্লাস ভিকটাস 2 রয়েছে। ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটি তিনটি ভেরিয়েন্টে আসবে (8 GB RAM + 256 GB স্টোরেজ, 12 GB RAM + 512 GB স্টোরেজ এবং 12 GB RAM + 1 TB স্টোরেজ)। ব্যাটারির কথা বললে, এটি 45W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি থাকবে। এছাড়াও, 15W ওয়্যারলেস চার্জিংয় সাপোর্ট থাকবে।
Samsung Galaxy S23 Ultra-এর আল্ট্রা ক্যামেরা:
স্যামসাং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন Samsung Galaxy S23-কেন্দ্রিক কিছু শর্টস ভিডিয়ো আপলোড করেছে। আর এই শর্টসগুলির মধ্যেই নির্দিষ্টভাবে দুটি ভিডিয়ো দু’টি নতুন ও অত্যাধুনিক ক্যামেরা ফিচারের বর্ণনা করেছে। তাতে দেখা গিয়েছে Samsung Galaxy S23 Ultra-এ একটি কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে একটি 200MP ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং F/1.4 অ্যাপারচার সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেইসাথে 3x অপটিক্যাল জুম, F/2.4 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা পাওয়া থাকবে বলে জানা গিয়েছে। ফোনটি Android 13 OS-এ চলবে।