ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল টেকনো। সংস্থার সেই ফোনটি নিয়ে আসা হয়েছে টেকনো ক্যামন সিরিজ়ে, নাম টেকনো ক্যামন 19 প্রো 5G (Tecno Camon 19 Pro 5G)। টেকনোর তরফে দাবি করা হয়েছে, ইন্ডাস্ট্রিতে এই প্রথম কাস্টম ডিজ়াইনড 64MP RGBW+ (G+P) সেন্সর রয়েছে। এই ক্যামেরায় অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন এবং হাইব্রিড ইমেজ স্টেবিলাইজ়েশন দেওয়া হয়েছে, যা ফোন নড়াচড়া করলেও তীক্ষ্ণ এবং স্টেডি ফটোগ্রাফ তোলার অভিজ্ঞতা দিতে পারে। 6.8 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz, পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা যেতে পারে 8GB পর্যন্ত র্যামের সঙ্গে। এছাড়াও মেমোরি ফিউসন ফিচার ব্যবহার করে ফোনের র্যাম আরও 5GB বর্ধিত করা যেতে পারে।
টেকনো ক্যামন 19 প্রো 5G: ভারতে দাম, উপলব্ধতা
টেকনো ক্যামন 19 প্রো 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 21,999 টাকায়। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। দুই কালার মডেল রয়েছে এই ফোনের- সিডার গ্রিন এবং ইকো ব্ল্যাক। 12 অগস্ট থেকে ফোনটি অনলাইনে কিনতে পারবেন আগ্রহীরা।
টেকনো ক্যামন 19 প্রো 5G: স্পেসিফিকেশন, ফিচার
এই টেকনো ক্যামন 19 প্রো 5G ফোনে রয়েছে একটি 6.8 ইঞ্চির ফুল HD+ LTPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসরের সাহায্যে। 8GB পর্যন্ত র্যাম রয়েছে এই স্মার্টফোনের, যা মেমোরি ফিউসন প্রযুক্তির মাধ্যমে অব্যবহৃত স্টোরেজ থেকে 5GB সংগ্রহ করে মোট 13GB র্যাম ব্যবহারের সুবিধা দিতে পারে। সফটওয়্যার হিসেবে এই টেকনো ক্যামন মডেলে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক HiOS 8.6 অপারেটিং সিস্টেম।
ছবি ও ভিডিয়োর জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সঙ্গে একাধিক ক্যামেরা মোডও রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে 64 মেগাপিক্সেল RGBW+ (G+P) সেন্সর দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই অত্যাধুনিক প্রাথমিক ক্যামেরা 200% আলো কাজে লাগাতে পারে। পাশাপাশি শার্প ও স্টেডি ফটোগ্রাফের জন্য এই হ্যান্ডসেটে OIS এবং HIS সাপোর্ট রয়েছে। ফোনটির গৌণ ক্যামেরায় দুটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনের, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, 5G, 4G LTE, OTG, NFC, ব্লুটুথ v5,0 এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।