Tecno Mobile ভারতে একটি নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করেছে। লেটেস্ট Tecno স্মার্টফোনটি সংস্থার জনপ্রিয় POVA Series-এ যোগ করা হয়েছে, নাম Tecno POVA 4। নতুন টেকনো ফোনটির দাম মাত্র 11,999 টাকা। এই প্রাইস সেগমেন্টে ভারতে 5G হ্যান্ডসেট খুবই কম রয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, 5G সাপোর্টেড Tecno POVA 4 হ্যান্ডসেটটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে, যাঁরা একই সঙ্গে অধিক স্টোরেজ এবং পারফরম্যান্সের খোঁজ করেন।
Tecno জানাচ্ছে, লেটেস্ট 5G হ্যান্ডসেটটি গেমার এবং তরুণ প্রজন্মকে টার্গেট করেই। দীর্ঘ ব্যাটারি জীবন, বিপুল পরিমাণ স্টোরেজ বেশ ভাল ক্যামেরা ইত্যাদির সবই রয়েছে Tecno POVA 4-এ। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6nm হেলিও G99 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 13GB RAM (ভার্চুয়াল RAM সাপোর্ট)-এর সঙ্গে। শক্তিশালী 6000mAh ব্যাটারি এবং একটি ইন-বিল্ট ডুয়াল গেমিং ইঞ্জিন, যা হাইপার ইঞ্জিন 2.0 লাইট এবং প্যান্থার ইঞ্জিন এনকম্পাস করতে পারে।
Tecno POVA 4: ভারতে দাম ও উপলব্ধতা
Tecno POVA 4 ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে। সেই মডেলটির দাম 11,999 টাকা। তিনটি কালার অপশন রয়েছে এই স্মার্টফোনের— ক্রায়োলাইট ব্লু, ইউরানোলিথ গ্রে, ম্যাগমা অরেঞ্জ। 13 ডিসেম্বর থেকে অ্যামাজন ও জিওমার্টে এই ফোনটি কিনতে পারবেন উপভোক্তারা।
Tecno POVA 4: স্পেসিফিকেশন, ফিচার
Tecno POVA 4 স্মার্টফোনে রয়েছে 6.82 ইঞ্চির HD+ ডট-ইন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লেটি 720×1640 রেজ়োলিউশন সাপোর্ট করবে এবং তার স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও 20:5:9। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 12 ভিত্তিক HiOS 12.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে 6nm মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যা পেয়ার করা থাকছে ইন-বিল্ট গেমিং ইঞ্জিন এবং এনকম্প্যাস করা রয়েছে প্যান্থার গেম ইঞ্জিন 2.0 এবং হাইপারইঞ্জিন 2.0 লাইটের সঙ্গে।
লেটেস্ট Tecno POVA 4 ফোনে 8GB পর্যন্ত RAM এবং 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট রয়েছে। অন্য দিকে 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। এই স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। রয়েছে 6000mAh ব্যাটারি, যা 18W ফ্ল্যাশ চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার দিক থেকে এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে, যা 2K রেজ়োলিউশন এবং 10X জ়ুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Tecno POVA 4-এ দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর, যা 2K রেজ়োলিউশন সাপোর্ট করে।