ভারতে রমরমিয়ে বিকোচ্ছে Tecno Spark 10 5G স্মার্টফোন, ফিচারেই মন জিতল সকলের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 29, 2023 | 11:53 AM

Tecno Spark 10 5G Features: Tecno 12,999 টাকায় ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফোন পেশ করেছে। আপনিও যদি 15,000 টাকার বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে টেকনোর নতুন ডিভাইসটি কিনতেই পারেন।

ভারতে রমরমিয়ে বিকোচ্ছে Tecno Spark 10 5G স্মার্টফোন, ফিচারেই মন জিতল সকলের

Follow Us

Tecno Spark 10 5G Price: Tecno ভারতে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। অনেকদিন ধরেই ভারতে টেকনো-র স্পার্ক সিরিজ আলোচনার বিষয় হয়ে ছিল। আর ইতিমধ্যেই টেকনো তাদের স্পার্ক সিরিজের প্রথম ফোন লঞ্চ করেছে। কোম্পানি গ্রাহকদের জন্য এই সিরিজে Tecno Spark 10 5G চালু করেছে। কোম্পানি 12,999 টাকায় ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফোন পেশ করেছে। আপনিও যদি 15,000 টাকার বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে টেকনোর নতুন ডিভাইসটি কিনতেই পারেন। চলুন দেখে নেওয়া যাক নতুন ফোনটির দাম, স্পেসিফিকেশন ও ফিচার-

Tecno Spark 10 5G-এর দাম:

ফোনটির মেটা ব্ল্যাক, মেটা ব্লু এবং মেটা হোয়াইট রঙয়ে বাজারে এসেছে। Tecno Spark 10 5G-এর 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। যার দাম 12,999 টাকা। এই ফোনের স্টোরেজ একটি মাইক্রো-SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যায়। তবে এই স্মার্টফোনটি কেনার জন্য় আপনাকে এখনও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। কারণ ফোনটি 7 এপ্রিল থেকে ভারতের অনলাইন ও অফলাইন যেকোনও স্টোরে বিক্রি শুরু হবে।

Tecno Spark 10 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

ফোনটিতে Dimensity 6020 7nm-এর শক্তিশালী 5G প্রসেসর সহ ব্য়বহার করা হয়েছে। ডিভাইসটি Android 13-এ চলে। Spark 10 5G 8 GB RAM ভ্যারিয়েন্টে চালু করা হয়েছে। এছাড়াও, আপনি ডিভাইসটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। কোম্পানি একটি 6.6-ইঞ্চি HD+ পারফেক্ট ডট নচ ডিসপ্লে সহ নতুন বাজারে এনেছে। ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

এই নতুন 5G ফোনে রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি এবং 18 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে ফোনে শূন্য থেকে 50 শতাংশ চার্জ হতে সময় লাগবে 30 মিনিট। ডিভাইসটিতে একটি 18W ইন-বক্স টাইপ সি চার্জারও রয়েছে।

Next Article