Tecno Spark 10 Pro Features: ফোনের বাজারে Tecno কোম্পানিটির বেশ জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই, একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে Tecno। বাজারে এই কোম্পানির অনেক দামেরই স্মার্টফোন রয়েছে। আর তাতে রয়েছে অনবদ্য সব ফিচার। সম্প্রতি, স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 ইভেন্টে, টেকনো তার একাধিক ডিভাইস উপস্থাপন করেছিল। ইলেকট্রনিক কোম্পানি টেকনো তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস ফ্যান্টম ভি ফোল্ড উন্মোচন করেছে। এর সঙ্গে কোম্পানি তার স্পার্ক সিরিজে নতুন ডিভাইস Tecno Spark 10 Pro চালু করেছে। কোম্পানিটি তার নতুন ফোন Tecno Spark 10 Pro বিশ্বব্যাপী লঞ্চ করেছে। তবে চলুন দেখে নেওয়া যাক Tecno-র নতুন স্মার্টফোন Tecno Spark 10 Pro-এর ফিচারগুলি।
Tecno Spark 10 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
টেকনোর নতুন স্মার্টফোন Tecno Spark 10 Pro একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে বাজারে এনেছে। স্মার্টফোনটিতপ MediaTek Helio G88 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাহকদের জন্য স্টারি ব্ল্যাক এবং পার্ল হোয়াইট দুটি রঙে নতুন স্মার্টফোন আনা হয়েছে। Tecno Spark 10 Pro-তে 8 GB RAM এবং 265 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
Tecno এর Tecno Spark 10 Pro একটি শক্তিশালী ব্যাটারি সহ উপস্থাপন করা হয়েছে কোম্পানির নতুন ডিভাইসটিতে 5,000mAh ব্যাটারি আনা হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীকে ফোনটিতে 6.8 ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে।
এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হযেছ। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যায় । এছাড়াও, ফোনের পিছনের প্যানেলে এলইডি ফ্ল্যাশের সুবিধাও পাওয়া যায়। সেলফির জন্য় ফোনে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। Tecno Spark 10 Pro-তে ডুয়াল সিমের সুবিধাও পাওয়া যাচ্ছে।
নতুন স্মার্টফোন Tecno Spark 10 Pro-এর দাম কত?
টেকনোর নতুন হ্যান্ডসেটের দাম সম্পর্কে কোম্পানির কাছ থেকে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। নতুন ফোনের প্রথম বিক্রির তারিখ সম্পর্কেও কোম্পানি এখনও কোনও তথ্য় প্রকাশ করেনি।