TECNO Spark Go 2023 লঞ্চ হল মাত্র 6,999 টাকায়, 13MP + 5MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 24, 2023 | 5:53 PM

TECNO Spark Go 2023 ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবথেকে সস্তার স্মার্টফোন। ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম ভারতে 6,999 টাকা। এই লেটেস্ট টেকনো ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

TECNO Spark Go 2023 লঞ্চ হল মাত্র 6,999 টাকায়, 13MP + 5MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি
এখনও পর্যন্ত সবথেকে কম দামি টেকনো ফোন।

Follow Us

Cheapest Smartphone: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Tecno Mobile ভারতে আবারও একটি বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হল। কোম্পানির জনপ্রিয় ‘Spark Go’ সিরিজ়ে যোগ করা হয়েছে লেটেস্ট মডেলটি— নাম TECNO Spark Go 2023। বাজেট সেগমেন্টেই এই টেকনো ফোনটি লঞ্চ করা হয়েছে। 7,000 টাকার কমে এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, টাইপ-সি চার্জিং পোর্ট। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 13MP।

TECNO Spark Go 2023: দাম ও ভারতে উপলব্ধতা

এই TECNO Spark Go 2023 ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবথেকে সস্তার স্মার্টফোন। ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম ভারতে 6,999 টাকা। এই লেটেস্ট টেকনো ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। তিনটি কালার অপশন রয়েছে TECNO Spark Go 2023-র, নেবুলা পার্পল, এন্ডলেস ব্ল্যাক এবং উয়ুনি ব্লু। 23 জানুয়ারি থেকে এই হ্যান্ডসেটটি বিভিন্ন রিটেল স্টোরে ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

TECNO Spark Go 2023: স্পেসিফিকেশন, ফিচার

কম বাজেটের ফোনটিতে এমন কিছু আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে, যা এই সেগমেন্টে ফোনটিকে সেরার সেরা করে তুলেছে। এন্ট্রি-লেভেল স্মার্টফোনটিতে রয়েছে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও 20:9। এই ডিসপ্লে 480 নিটস পিক ব্রাইটনেস অফার করছে এবং এটি ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IPX2 রেটিং প্রাপ্ত।

পারফরম্যান্সের দিক থেকে TECNO Spark Go 2023 চালিত হবে Helio A22 2.0 GHz প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক HiOS 12.0। একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। 3GB RAM এবং 32 GB স্টোরেজ স্পেসের সেই ফোনটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।

TECNO Spark Go 2023 ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 13MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনের পিছনে রয়েছে ডুয়াল ফ্ল্যাশলাইট এবং সামনে ডুয়ালব মাইক্রোস্লিট ফ্ল্যাশলাইট রয়েছে।

টেকনো-র এই Spark Go 2023 ফোনে পাওয়ারের জন্য রয়েছে 5000mAh ব্যাটারি, যা একচার্জে 32 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। একটি Type-C 10W চার্জারের মাধ্যমে চার্জ হবে এই ফোনটি। নতুন টেকনো 4G ফোনটি 5.0 ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে।

Next Article
Smartphone Photography: ক্যামেরার দরকার নেই, পেশাদারি ফটোগ্রাফিতে কাজে লাগাতে পারেন স্মার্টফোনই, মেনে চলুন কয়েকটি টিপস
Pakistan Mobile Crisis: নেই ইন্টারনেট, অকেজো মোবাইল, খেলনার মতো ফোন বিক্রি হবে পাকিস্তানে! পরিসংখ্যান তুলে ধরে চিনের ঠাট্টা