
দশ দিন ব্যাপী সেলে POCO-র প্রায় সব ফোনেই ছাড় মিলছে।
POCO ভারতে তাদের বিস্তৃত রেঞ্জের স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে। তালিকায় যেমন 4G হ্যান্ডসেট রয়েছে, তেমনই আবার 5G স্মার্টফোনও রয়েছে। POCO Sale শুরু হয়েছে 21 নভেম্বর থেকে এবং তা চলবে 30 নভেম্বর পর্যন্ত। ফোনগুলিতে অফার আপনি তখনই পাবেন, যখন সেগুলি Poco India অফিসিয়াল সাইট থেকে কিনবেন। তালিকায় যে ফোনগুলি রয়েছে সেগুলি হল POCO X5, POCO M6 Pro, POCO C50-সহ আরও অনেক। এই সব ফোনেই আপনি সেলে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। দেখে নেওয়া যাক, কোন ফোনে কত টাকার ছাড় আপনার জন্য থাকছে।
POCO C50 ফোনের 2GB+32GB স্টোরেজ মডেলের দাম 6,499 টাকা। এই ফোনের উপরে আপনাকে ছাড় দেওয়া হবে 1,100 টাকা। ফলে ফোনটির দাম হয়ে যাচ্ছে 5,399 টাকা। এই ফোনের 3GB+32GB স্টোরেজ ভার্সনের দাম 7,299 টাকা। এই মডেলে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে তার দাম হয়ে যাচ্ছে 5,799 টাকা।
পরবর্তী ফোনটি হল POCO C51। ফোনটির 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 8,499 টাকা। এখন এই মডেলে আপনাকে 2,250 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে মডেলটির দাম হয়ে যাচ্ছে 6,249 টাকা। এই একই ফোনের 6GB+128GB স্টোরেজ ভার্সনের দাম 8,999 টাকা। মডেলটিতে 1,800 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে, আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 7,199 টাকায়।
তার ঠিক পরেই রয়েছে POCO C55। এই ফোনের 4GB+64GB স্টোরেজ ভার্সনের দাম 9,499 টাকা। মডেলটিতে আপনি পেয়ে যাচ্ছেন 2,500 টাকা ছাড়। ফলে দাম হয়ে যাচ্ছে 6,999 টাকা। এই ফোনেরই আবার 6GB+128GB স্টোরেজ ভার্সনের দাম 10,999 টাকা। মডেলটিতে 3,000 টাকা ছাড়ের পরে তার দাম হয়ে যাচ্ছে 7,999।
POCO M5-এর 4GB+64GB এবং 6GB+128GB দুই স্টোরেজ মডেলেই 4,500 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। ফলে, দুটি মডেলের দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 7,999 টাকা এবং 9,999 টাকা। তালিকায় রয়েছে POCO M6 Pro ফোনটিও। যার 4GB+128GB এবং 6GB+128GB এই দুই মডেলেই যথাক্রমে 750 টাকা ছাড় দেওয়ার ফলে তাদের দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 11,249 টাকা ও 12,249 টাকা।
অন্য দিকে POCO X5 5G ফোনটির হাই-এন্ড 8GB+256GB স্টোরেজ ভার্সনে 6,000 টাকা ছাড় দেওয়ার ফলে তার দাম হয়ে যাচ্ছে 14,999 টাকা। আবার POCO X5 Pro ফোনটির 8GB+256GB স্টোরেজ ভার্সনে 5,500 টাকা ছাড় দেওয়ার ফলে তার দাম হয়ে যাচ্ছে 19,499 টাকা।
এছাড়াও POCO F5 5G, POCO M4 5G, POCO M4 Pro 5G, POCO M4 Pro এবং POCO X4 Pro 5G এই সব ফোনেও থাকছে অন্তত 4,000 টাকা করে ছাড়। এদের মধ্যে যে ফোনটি আপনার পছন্দ, সেটি 30 নভেম্বরের মধ্যে অফারে ক্রয় করতে আপনাকে এখনই যেতে POCO-র অফিসিয়াল ওয়েবসাইটে।