সস্তায় iPhone 15 Pro Max কেনার কৌশল: ফোন কিনে হংকংয়ে দু’রাত থাকা, তাতে বাঁচবেও কিছু টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 14, 2023 | 8:45 PM

ভারত এবং হংকং এই দুই দেশে iPhone 15 Pro Max ক্রয় করতে কত টাকা খরচ হবে? ভারতে ফোনটির বেস ভ্যারিয়েন্ট 256GB স্টোরেজ মডেলের দাম 1,59,900 টাকা। এখন সেই একই মডেলের দাম হংকংয়ের বাজারে HK $10199, ভারতীয় টাকায় যে হিসেবটা প্রায় 1,08,058 টাকা। অর্থাৎ খুব সহজে বলতে গেলে ভারতের তুলনায় হংকংয়ে iPhone 15 Pro Max প্রায় 50,000 টাকা সস্তা।

সস্তায় iPhone 15 Pro Max কেনার কৌশল: ফোন কিনে হংকংয়ে দুরাত থাকা, তাতে বাঁচবেও কিছু টাকা
তাহলে কী iPhone 15 Pro Max কিনতে হংকংয়ে যাবেন?

Follow Us

যতবারই বাজারে নতুন iPhone লঞ্চ হয়, ততবারই পুরনো একটা জোকস্ নতুন মোড়কে ঘুরে ফিরে আসে। আইফোনের যা দাম, তা কিডনি বিক্রি করলেও হয়তো কেনা সম্ভব হবে না! সেই সঙ্গেই আবার বিভিন্ন দেশে iPhone-এর দাম নিয়ে তুল্যমূল্য বিচারও চলতে থাকে। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বন্ধু বা ভাই বা দাদাকে দিয়ে আইফোন কিনিয়ে ভারতে নিয়ে এসেছেন, এই ঘটনাও আমাদের জানা। এখন ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 15 সিরিজ়ের চারটি মডেল। এখন এদের মধ্যে iPhone 15 Pro Max-এর দাম এতটাই বেশি যে, ভারতীয়দের জন্য তা দুবাই বা হংকংয়ে ঘুরতে গিয়ে ওই একই ফোন কিনে আনতে খরচা কম হবে।

সত্যিই কি তাই?

খুব সহজ ভাবে বলতে গেলে, আপনি যদি iPhone 15 Pro Max কেনার জন্য যদি সস্তার কোনও উপায়ের সন্ধান করতে চান, তাহলে সবথেকে ভাল উপায় হল পাসপোর্ট বের করে, প্রতিবেশী কোনও একটা দেশে চলে যান। কিন্তু তার আগে হিসেবটাও যে কষে রাখা দরকার।

হিসেব কী বলছে?

প্রথমেই আপনাকে জেনে রাখতে হবে, ভারত এবং হংকং এই দুই দেশে iPhone 15 Pro Max ক্রয় করতে কত টাকা খরচ হবে? ভারতে ফোনটির বেস ভ্যারিয়েন্ট 256GB স্টোরেজ মডেলের দাম 1,59,900 টাকা। এখন সেই একই মডেলের দাম হংকংয়ের বাজারে HK $10199, ভারতীয় টাকায় যে হিসেবটা প্রায় 1,08,058 টাকা। অর্থাৎ খুব সহজে বলতে গেলে ভারতের তুলনায় হংকংয়ে iPhone 15 Pro Max প্রায় 50,000 টাকা সস্তা।

এখন এই যে 50,000 টাকা আপনার বেঁচে যাচ্ছে, সেই টাকায় অন্যান্য ক্যালকুলেশনগুলো একবার করে নেওয়া যাক। প্রথমেই ফ্লাইট টিকিটের প্রসঙ্গে আসা যাক। দিল্লি থেকে এখনই আপনি যদি হংকংয়ের ফ্লাইট ধরতে চান, তাহলে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আপনার ভাড়া পড়বে 28,138 টাকা। এয়ার ইন্ডিয়ার থেকে ভাল ফ্লাই আর কিছু হতেও পারে না। কারণ, তারা নন-স্টপ আপনাকে হংকংয়ে পৌঁছে দিতে পারে কম খরচেই।

এবার তো আপনাকে হংকংয়ে থাকা-খাওয়ার খরচটাও বহন করতে হবে। তার কারণ, সেখানে গিয়ে আপনি একটা iPhone 15 Pro Max কেনার পর তা দিয়ে যে চমৎকার কিছু ছবিও তুলতে চাইবেন। কিছু ট্রাভেল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, সেখানে 3 স্টার হোটেলে নিশিযাপনে আপনার খরচ হতে পারে 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। এখন দুই রাত থাকতে গিয়ে আপনি যদি 8,000-10,000 টাকা খরচ করেন, তাহলে তাহলেও আপনার কাছে আরও 10,000 টাকা থেকে 12,000 টাকা থেকে যাচ্ছে কেবল খাওয়া-দাওয়ার জন্য। এই টাকায় আপনি নামীদামি রেস্তোরাঁয় খেতে না-পারলেও হংকংয়ের স্ট্রিট ফুড, কম দামি কিছু রেস্তোরাঁয় আরামসে খেতে পারবেন।

তাহলে কী iPhone 15 Pro Max কিনতে হংকংয়ে যাবেন?

না, এক্কেবারেই না। বিষয়টাকে এক্কেবারে সিরিয়াসলি নিতে যাবেন না। তার কারণ হংকংয়ে ভিসা বা এন্ট্রি ফি এবং ভ্রমণের অন্যান্য খরচ বিবেচনা করলে আপনার সামগ্রিক খরচ ফোনের দামের থেকে আরও কিছুটা বেশিই লাগবে। তবে এত কথা আমরা বললাম, তা একটাই বিষয় তুলে ধরার জন্য। তা হল, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এই দুই ফোনই ভারতে একটু বেশিই ব্যয়বহুল। দুবাই, হংকং বা মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা এটির জন্য যে টাকা খরচ করবে, তার তুলনায় এটি ব্যয়বহুল। যদিও ভারত ছাড়াও আরও বেশ কিছু দেশ রয়েছে, যেখানে এই ফোনের দাম বেশি পড়বে, যেমন ব্রাজ়িল।

সেই দিক থেকে দেখতে গেলে, হংকং, দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র বা যেখানেই আপনার আত্মীয় বা বন্ধুবান্ধব রয়েছেন, তাঁদেরকে দিয়েই iPhone 15 Pro বা iPhone 15 Pro Max এদেশে আনানো ভাল। তাতে আপনি কম দামেও পাবেন আবার ভ্রমণের অতিরিক্ত ব্যয়ভারও বহন করতে হবে না।

Next Article