Phone Case With Airbag: ফোন কেসেও এবার এয়ারব্যাগ, উঁচু বিল্ডিং থেকেও পড়লে ভাঙবে না

iPhone Case: অনেকটা উচ্চতা থেকে ফোন-সমেত কেসটিকে নিচে ফেলে দিলেন। আর যেই না ফোনটা মাটিতে স্পর্শ করতে যাবে, কভার থেকে একটি এয়ারব্যাগ বেরিয়ে আসে এবং ফোনটিকে রক্ষা করে। এয়ারব্যাগ-সমেত ফোন কেসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Phone Case With Airbag: ফোন কেসেও এবার এয়ারব্যাগ, উঁচু বিল্ডিং থেকেও পড়লে ভাঙবে না
ফোন কেসেও যদি এয়ারব্যাগ দেওয়া হয়!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 3:54 PM

Airbag Phone Case: ফোন কেনার সঙ্গে সঙ্গেই তার ডিসপ্লে সুরক্ষিত রাখতে আমরা ট্যাম্পার্ড গ্লাস লাগাই। পাশাপাশিই আবার একটি কেসও কিনে ফেলি, যাতে সেই ফোনের বডি অক্ষত থাকে। কিন্তু ট্যাম্পার্ড গ্লাস আর একটা কেস লাগিয়ে নিলেই কি ফোন সুরক্ষিত রাখা যায়? আমাদের মধ্যে অনেকের সঙ্গেই এমনটা হয়েছে, যখন ট্যাম্পার্ড গ্লাস লাগানোর পরেও ফোনের ডিসপ্লে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এমনকি ফোন কেস লাগানোর পরেও তা কোনও এক প্রান্ত ভেঙে পড়েছে। এখন এই সব কিছু থেকে মুক্তি দিতে ফোন কেসে যা দরকার, তা হল একটা এয়ারব্যাগ। সেরকমই একটা এয়ারব্যাগ-সমেত ফোন কেসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে @Vector নামক হ্যান্ডেল থেকে এয়ারব্যাগ ফোন কেসের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এখানে দেখা গেল, একজন সেই প্রোটেক্টিভ ফোন কেসটির একটি ভিডিয়ো দেখছেন। তারপর সেটিকে অর্ডার করেন এবং পরীক্ষা করে দেখেন। আর সেই পরীক্ষা করতে গিয়েই অনেকটা উচ্চতা থেকে ফোন-সমেত কেসটিকে নিচে ফেলে দিলেন। আর যেই না ফোনটা মাটিতে স্পর্শ করতে যাবে, কভার থেকে একটি এয়ারব্যাগ বেরিয়ে আসে এবং ফোনটিকে রক্ষা করে।

View this post on Instagram

A post shared by Vector (@__vector__)

গত 21 অগস্ট ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। পোস্ট হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভিডিয়োর ভিউ 55 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ সাড়ে 5 কোটিরও বেশি বার দেখা হয়েছে এই ভিডিয়ো। সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বহু মানুষ এই আশ্চর্যজনক ফোন কেসটি দেখার পরে অবাক হয়েছেন।

একজন লিখলেন, “আমার এখনই দরকার এই ফোন কেসটা।” দ্বিতীয় জন যোগ করলেন, “কোথা থেকে পেলেন আপনি এটা?” তৃতীয় জনের বক্তব্য, “আমার এখনই দরকার এই ফোন কেসটা।” চতুর্থ জন লিখছেন, “ভিডিয়োটা দেখার পর আমি কিছুক্ষণ আগেই অর্ডার করেছি ফোন কেসটা।”