Smartphone Call Problems: হঠাৎ করেই স্মার্টফোন থেকে যাচ্ছে না কল, ফিক্স করুন এই উপায়ে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 15, 2023 | 3:08 PM

Tech Tips: অনেক সময় স্মার্টফোন থেকে কল করা সম্ভব হয় না। তবে এর জন্য একেক ব্যবহারকারীর ক্ষেত্রে একেক রকম সমস্যা হতে পারে। কখনও কখনও স্মার্টফোনের সেটিংসে কিছু সমস্যার কারণে এটি ঘটে। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

Smartphone Call Problems: হঠাৎ করেই স্মার্টফোন থেকে যাচ্ছে না কল, ফিক্স করুন এই উপায়ে

Follow Us

Tech Tips and Tricks: খুব সমস্যার মধ্যে পড়েছেন বা জরুরি দরকারে ফোন করতে হবে কাউকে, সেই সময়ই দেখবেন আপনার ফোন থেকে কল যাচ্ছে না। এর থেকে খারাপ কিছু কি বা আর হতে পারে! মাঝেমধ্যে নিশ্চয়ই এমন সমস্যায় পড়েই থাকেন। অনেক সময় স্মার্টফোন (Smartphone) থেকে কল (Calls) করা সম্ভব হয় না। তবে এর জন্য একেক ব্যবহারকারীর ক্ষেত্রে একেক রকম সমস্যা হতে পারে। কখনও কখনও স্মার্টফোনের সেটিংসে কিছু সমস্যার কারণে এটি ঘটে। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এখানে আপনাকে এমন কিছু কারণ জানানো হবে, যা থেকে আপনি বুঝে যাবেন কেন আপনার ফোনে এই ধরনের সমস্যা হয়। তবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণের জন্য অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের সমস্যা দেখা যায়।

নেটওয়ার্ক কানেকশনের কারণে হতে পারে:

যদি আপনার স্মার্টফোন থেকে কল না যায়, তবে এটি হতে পারে যে, আপনার ফোনে ভাল নেটওয়ার্ক কানেকশন নেই।
নেটওয়ার্ক সংযোগ বা কানেকশন ঠিক করতে, ফোনটি বন্ধ করে তারপর চালু করতে হবে৷ এ জন্য নেট অন করেও আপনার জায়গা পরিবর্তন করতে পারেন।

এয়ারপ্লেন মোড দেখে নিন:

অনেক সময় স্মার্টফোনের এয়ারপ্লেন মোড অন করে অফ করুন। যদি ফোন থেকে কারোর কাছে ফোন না যায়, তবে আপনাকে একবার আপনার ফোনের এয়ারপ্লেন মোড কে অন করে অফ করতে হবে। এক্ষেত্রে ফোনে যদি নেটওয়ার্ক কানেকশন-এর সমস্যা হয়ে থাকে, তবে তা ঠিক হয়ে যেতে পারে।

একবার স্মার্টফোনটি রিস্টার্ট করুন:

যদি আপনার স্মার্টফোন থেকে কল করতে না পারেন, তাহলে আপনি ফোন রিস্টার্ট করার অপশনে যেতে পারেন। কখনও কখনও সফ্টওয়্যারের বিশেষ কিছু সমস্যার কারণেও ফোন যেতে চায় না। সেক্ষেত্রে ফোন রিস্টার্ট করে নিলে সেই সমস্যা মিটতে পারে।

ফ্যাক্টরি রিসেট করতে পারেন:

আপনি যদি সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকেন, তাও এখনও কল করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এটি আপনার সমস্যার একটি নিশ্চিত সমাধান করবে বলে আশা করা যায়। তবে জেনে রাখুন, এটি করলে ফোনে উপস্থিত ডেটা সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। অতএব, আপনার দরকারি সমস্ত তথ্য বা ডেটা অন্য কোন ফোন বা ল্যাপটপে সেভ করে রাখুন।

Next Article