‘রহস্যময়’ Motorola স্মার্টফোন নিয়ে ইন্টারনেটে জোর চর্চা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 24, 2023 | 1:27 PM

Motorola Smartphone News: টিপস্টার ইভান ব্ল্যাস এই মোটোরলা স্মার্টফোন সম্পর্কে তথ্যগুলি X প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। সেখানেই তিনি ফোনের রেন্ডারটি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন এই Motorola হ্যান্ডসেটের মডেল নম্বর XT-2417। ডুয়াল ক্যামেরা সেটআপের এই ফোনে থাকছে 50MP মূল ক্যামেরা।

রহস্যময় Motorola স্মার্টফোন নিয়ে ইন্টারনেটে জোর চর্চা
অজ্ঞাত মোটোরলা স্মার্টফোন।

Follow Us

Motorola ভারতের বাজারে একের পর এক স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে। এই তো হাতে গোনা কয়েক দিন আগেই সংস্থাটি দেশে Moto Edge 40 Neo নিয়ে এসেছে। এবার আর একটি ফোন নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি। সেই ‘রহস্যময়’ Motorola ফোনটি সম্প্রতি X প্ল্যাটফর্মে হাজির হয়েছে। রহস্যময় বলা হচ্ছে, কারণ ফোনটির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, রেন্ডার থেকে ফোনের ডিজ়াইন এবং মূল কিছু ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে।

রহস্যময় Motorola স্মার্টফোন

1) টিপস্টার ইভান ব্ল্যাস এই মোটোরলা স্মার্টফোন সম্পর্কে তথ্যগুলি X প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। সেখানেই তিনি ফোনের রেন্ডারটি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন এই Motorola হ্যান্ডসেটের মডেল নম্বর XT-2417।

2) ওই টিপস্টার আরও জানিয়েছেন, স্মার্টফোনের ক্যামেরা বাম্পের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে Find X3 Pro ফোনের।

3) ফোনের ক্যামেরা মডিউলে রয়েছে কার্ভড্ আর্ক ট্রানজ়িশন, যা ফোনটিকে একটি স্বতন্ত্র এবং দৃষ্টি আকর্ষণকারী নকশা দিয়েছে। তবে ফোনের মডিউলটি প্লাস্টিকের তৈরি বলে মনে হচ্ছে।

4) Motorola স্মার্টফোনের রিয়ার প্যানেলটিও দেখা গিয়েছে ওই রেন্ডারে। সেখানে দেখা গিয়েছে, ডুয়াল ক্যামেরা সেটআপের এই ফোনে থাকছে 50MP মূল ক্যামেরা।

5) এ-ও দেখা গিয়েছে, ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম কী দেওয়া হয়েছে ডানদিকের প্রান্তে। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে খুব দ্রুত এবং নিরাপদ ভাবে আনলক করা যায়।

6) এছাড়া এই মোটোরলা স্মার্টফোন সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি। তবে রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই নতুন বাজেট স্মার্টফোনটি Moto G বা Moto E সিরিজ়েই যোগ করা হতে পারে।

Moto Edge 40 Neo লঞ্চ হল ভারতে

সম্প্রতি Moto Edge 40 Neo লঞ্চ করা হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চির pOLED কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং 1300 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।

50MP মূল ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন বা OIS সাপোর্ট করছে। রয়েছে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যা ম্যাক্রো ভিসন সাপর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Moto Edge 40 Neo ফোনের সামনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article