Vivo V23 5G: ফ্লিপকার্টে দাম কমেছে ভিভো ভি২৩ ৫জি ফোনের, প্রায় ১৪ শতাংশ ছাড় থাকছে, রয়েছে আরও অফার

ভিভো ভি২৩ ৫জি ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টেরই দাম কমেছে ফ্লিপকার্টে।

Vivo V23 5G: ফ্লিপকার্টে দাম কমেছে ভিভো ভি২৩ ৫জি ফোনের, প্রায় ১৪ শতাংশ ছাড় থাকছে, রয়েছে আরও অফার
সরাসরি ছাড় ছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার। Photo Credit: 91Mobiles
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 6:58 PM

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) ভিভো ভি২৩ ৫জি (Vivo V23 5G) ফোনের দাম কমেছে (Price Cut)। ১৪ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে কম্বো অফারে থাকছে আরও ছাড়। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা আকর্ষণীয় এবং অতিরিক্ত ছাড় পাবেন। ভিভো ভি২৩ ৫জি ফোনের আসল দাম ৩৪,৯৯০ টাকা। আর সেটাই এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১৪,৪৯০ টাকায়। ফ্লিপকার্টের এই ডিল শেষ হওয়ার আগে অতি অবশ্যই ভিভো ভি২৩ ৫জি ফোন কিনে নেওয়া উচিত।

ফ্লিপকার্টে ভিভো ভি২৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল, যার রঙ আবার সানশাইন গোল্ড, তার দাম ২৯,৯৯০ টাকা। আসল দাম ৩৪,৯৯০ টাকার উপর রয়েছে ১৪ শতাংশ ছাড়। এক্ষেত্রে সরাসরি ৫০০০ টাকা ছাড় পাওয়া সম্ভব। এছাড়াও ফ্লিপকার্টে এই ফোনের দাম কমবে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার— এগুলোর সাহায্যে।

এক্সচেঞ্জ অফার- ফ্লিপকার্ট এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই নতুন ফোন কেনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দাম আরও কমবে। কারণ প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। যার ফলে ভিভো ভি২৩ ৫জি ফোনের দাম হবে ১৪,৪৯০ টাকা। এক্সচেঞ্জ অফার আপনি পাবেন কিনা তা চেক করার জন্য আপনার এলাকার পিনকোড দিতে হবে। তাহলেই ফ্লিপকার্টের তরফে দেখিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে নাকি যাবে না। এছাড়াও যে ফোনটি আপনি পরিবর্ত হিসেবে ব্যবহার করতে চাইছেন, তার অবস্থার উপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ। এখানে সর্বোচ্চ টাকার পরিমাণ জানানো হয়েছে।

ব্যাঙ্ক অফার-

১। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফ্লিপকার্ট থেকে ভিভো ভি২৩ ৫জি ফোন কেনা হলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

২। এছাড়াও সিটি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে ফোন কিনলে ৫০০০ টাকা বা তার বেশি পরিমাণে অর্ডার দেওয়া হলে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

৩। ইউপিআই ট্রানজাকশন করলে অতিরিক্ত ২০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

এর পাশাপাশি ZebPay– তে ১০০ টাকা ক্যাশব্যাক, ৬ মাসের জন্য গানা অ্যাপে গানা প্লাস সাবস্ক্রিপশন, PharmEasy- তে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। ভিভো ভি২৩ ৫জি ফোনের অন্যান্য ভ্যারিয়েন্টের দামেও ছাড় রয়েছে ফ্লিপকার্টে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৭,৯৯০ টাকা। আর এই ফোন এখন পাওয়া যাচ্ছে ৩৪,৯৯০ টাকায়। এখানে রয়েছে ৭ শতাংশ ছাড়। এই ফোনের ক্ষেত্রেও থাকছে এক্সচেঞ্জে অফারে ১৫ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ। আর ব্যাঙ্ক অফারও থাকছে।

আরও পড়ুন- OnePlus Nord CE 2 5G: ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে থাকবে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর