Vivo V27 5G লঞ্চ হয়েছে বেশ কিছু দিন হল। অল্প সময়ের মধ্যে তা বেশ জনপ্রিয়ও হয়েছে। কিন্তু বহু মানুষই এই ফোন কেনার সাহস দেখান না। কারণ, তার চড়া দাম। সেই তাঁদের জন্যই রয়েছে সুখবর। কল্পনারও কম দামে এখন আপনি Vivo V27 5G ফোনটি বাড়ি নিয়ে আসতে পারেন! এমনিতে এই ফোনের দাম 35,000 টাকারও বেশি। কিন্তু আপনাকে এত টাকা খরচ করতে হবে না। Flipkart থেকে আপনি এই হ্যান্ডসেট ক্রয় করতে পারেন। 3,000 টাকারও কম দামে বাড়ি নিয়ে আসতে পারেন ফোনটি। কীভাবে এই অফার আপনি পাবেন, কত টাকা ছাড় থাকছে, সেই সংক্রান্ত সব অফার সম্পর্কে জেনে নিন।
Vivo V27 5G Flipkart Offer
এমনিতে ফ্লিপকার্টে Vivo V27 5G স্মার্টফোনের দাম 36,999 টাকা। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে আপনাকে দেওয়া হচ্ছে 10% ছাড়। তাতে ফোনটি আপনি পেয়ে যাবেন 32,999 টাকায়। তারপরে আবার রয়েছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের উপরে আলাদা অফার। কার্ডটি ব্যবহার করে EMI অফারে আপনি পেয়ে যাবেন 1,250 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট।
এখন আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড না থাকে, তাহলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি EMI অফারে ফোনটি ক্রয় করতে পারেন। তাতে সরাসরি 10% ছাড় পেয়ে যাবেন। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি পাবেন, যদি আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করেন। সেই এক্সচেঞ্জ অফারে খুবই সস্তায় বাড়ি নিয়ে আসতে পারেন Vivo V27 5G।
এক্সচেঞ্জ অফারে ফ্লিপকার্ট থেকে Vivo V27 5G কিনলে 30,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে ছাড়ের অঙ্কটা নির্ভর করছে আপনি কোন ফোন বদলাবেন, সেই ফোনের কন্ডিশন কেমন, এই সব কিছুর উপরে। আর এই সব শর্তাবলী পূরণ করতে পারলেই আপনি Vivo V27 5G বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 3,000 টাকার সামান্য কিছু বেশি খরচ করে।
Vivo V27 5G: স্পেসিফিকেশন
1) এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে।
2) ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সর 50MP।
3) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনেও রয়েছে একটি 50MP ক্যামেরা।
4) শক্তিশালী 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একচার্জে এক দিনেরও বেশি ব্যাকআপ দিয়ে দেবে।
5) পারফরম্যান্সের জন্য রয়েছে Mediatek Dimensity 7200 5G প্রসেসর, যা মাল্টিটাস্কিংয়ে সাহায্য করবে।