Vivo V29e স্মার্টফোন লঞ্চ হল ভারতে, ফিচারের খাজানা রয়েছে ফোনে; দাম কত?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 28, 2023 | 3:35 PM

Vivo V29e Price: Vivo V29e এর 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা। যেখানে 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। আপনি দু'টি রঙের এই ফোনটি কিনতে পারবেন।

Vivo V29e স্মার্টফোন লঞ্চ হল ভারতে, ফিচারের খাজানা রয়েছে ফোনে; দাম কত?

Follow Us

Vivo অবশেষে ভারতে V29e স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনটি আপনি দু’টি স্টোরেজ অপশনে কিনতে পারবেন। এর মধ্যে একটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। অন্যটি 256 জিবি স্টোরেজ সহ আসতে পারে। V29e ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এতে স্ন্যাপড্রাগন 695 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির দামও খুব বেশি রাখা হয়নি। তারউপর এই ফোনে অনেক অফারও দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনটিতে আপনি কী কী ফিচার পাবেন।

Vivo V29e স্মার্টফোন Android 13 এ চলে। এই ফোনটি 2G, 3G, 4G এবং 5G-এর কানেকশন সাপোর্ট পাবেন। এর ওজন 180.5 গ্রাম। এছাড়াও, এই ডিভাইসে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন পাওয়া যায়। এই লেটেস্ট Vivo স্মার্টফোনের ক্যামেরা, ব্যাটারি এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই নতুন ফোনটির ক্যামেরা কেমন?

Vivo V29e-এর ক্যামেরা সেটআপের কথা বললে, এতেডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (ফোনের পেছনে দু’টি ক্যামেরা) পাওয়া যাচ্ছে। এটিতে একটি 64-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এছাড়াও সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এই স্মার্টফোনে একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে কোম্পানিটি ক্যামেরার দিকে বিশেষ নজর দিয়েছে। এছাড়াও এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি টাইপ সি চার্জারের সাহায্যে চার্জ করা যাবে।

Vivo V29e-এর দাম কত?

Vivo V29e এর 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা। যেখানে 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। আপনি দু’টি রঙের এই ফোনটি কিনতে পারবেন। একটি হল Arctic Red এবং আরেকটি Arctic Blue। এবার আসা যাক অফারের কথায়।

কী অফার পাবেন?

আপনি যদি এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনেন , তাহলে HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করলে অনেক ছাড় পাবেন। HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 2500 টাকা বাঁচাতে পারবেন। এছাড়াও Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। আপনি চাইলে প্রতি মাসে 4,834 টাকা নো কস্ট ইএমআই-তেও এই ফোনটি কিনে নিতে পারেন। তবে এই মুহূর্তে আপনি শুধুমাত্র এই ফোনটি প্রি-বুক করতে পারবেন, কয়েকদিন পর এর বিক্রি শুরু হবে।

Next Article