Vivo V29e ভারতে আসছে 28 অগস্ট, রং বদলাতে পারে তার ব্যাক প্যানেল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2023 | 12:12 PM

Vivo V29e Specs, Features: স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের সঙ্গে ফোনটি দেশের স্মার্টফোন বাজারে একটা ছাপ ফেলতে চলেছে। ফোনের দাম হতে পারে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। এই প্রাইস ক্যাটেগরির মধ্যে হ্যান্ডসেটটিকে বলা হচ্ছে, 'সবথেকে পাতলা 3D কার্ভড স্ক্রিন'-এর ফোন।

Vivo V29e ভারতে আসছে 28 অগস্ট, রং বদলাতে পারে তার ব্যাক প্যানেল
ভিভোর নতুন মোবাইল আসছে...

Follow Us

Vivo একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসছে। 28 অগস্ট লঞ্চ করা হবে Vivo V29e, সংস্থার তরফ থেকে তা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের সঙ্গে ফোনটি দেশের স্মার্টফোন বাজারে একটা ছাপ ফেলতে চলেছে। ফোনের দাম হতে পারে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। এই প্রাইস ক্যাটেগরির মধ্যে হ্যান্ডসেটটিকে বলা হচ্ছে, ‘সবথেকে পাতলা 3D কার্ভড স্ক্রিন’-এর ফোন।

তবে অনন্য লুক ও ডিজ়াইন বা অসাধারণ ডিসপ্লে, এসবের মধ্যেই Vivo V29e এর ফিচার সীমাবদ্ধ নয়। সবথেকে আকর্ষণীয় ফিচার হল ফোনের ব্যাক প্যানেলে থাকছে টেক্সচার্ড কালার চেঞ্জিং প্রযুক্তি। এই উদ্ভাবন ফোনের ব্যাক প্যানেলটিকে বারগান্ডির মতো রং থেকে স্লিক ব্ল্যাক শেডে রূপান্তর করতে সক্ষম করে, যা আখেরে ফোনের ভিজ়ুয়াল নান্দনিকতা বাড়ায়।

ফটোগ্রাফির জন্যও কামাল করার মতো একাধিক ফিচার্স রয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Vivo V29e হ্যান্ডসেটের সামনে রয়েছে একটি 50MP সেলফি ক্যামেরা। সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, ‘এই প্রাইস ক্যাটেগরিতে সর্বাধিক’ ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ফোনটির পিছনে মনে করা হচ্ছে একটি 64MP শুটার থাকতে পারে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে।

তারপরেও রয়েছে আরও একাধিক তাক লাগানো ফিচার, যেগুলি সম্পর্কে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি না জানানো হলেও বিভিন্ন সময়ে একাধিক লিক থেকে সেগুলি জানা গিয়েছে। সম্প্রতি একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz। দুটি র‌্যাম অপশনে পাওয়া যাবে ফোনটি, যার একটি 8GB এবং অপরটি 12GB। এই র‌্যাম সেটআপ পেয়ার করা থাকতে পারে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে এই ফোনে থাকছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। জানা গিয়েছে, এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সম্পন্ন। লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক FunTouch OS 13 অপারেটিং সিস্টেমের সাপোর্ট দেওয়া হচ্ছে এই ফোনে। ফোনের প্রসেসর সম্পর্কে নির্দিষ্ট তথ্য না জানা গেলেও মনে করা হচ্ছে Snapdragon 480 5G বা Snapdragon 480+ 5G এই দুটির মধ্যে যে কোনও একটি থাকতে পারে।

Next Article