Vivo X Flip: ফের ফাঁস Vivo-র ফোল্ডেবল ফোনের ফিচার্স! 44W ফাস্ট চার্জিং সাপোর্ট

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 23, 2023 | 2:12 PM

Vivo X Flip Specs: 3C সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে দেখা গিয়েছে, Vivo X Flip ফোনের মডেল নম্বর হল V2256A। ফোনটি সম্পর্কে এই সার্টিফিকেশন সাইট যে নতুন তথ্য ফাঁস করল, তা হল এর 44W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Vivo X Flip: ফের ফাঁস Vivo-র ফোল্ডেবল ফোনের ফিচার্স! 44W ফাস্ট চার্জিং সাপোর্ট
ফ্লিপ ফোন দিয়ে বাজারে ঝড়তুলতে আসছে Vivo।
Image Credit source: 91 Mobiles

Follow Us

Vivo Foldable Phone: ফোল্ডেবল ফোন নিয়ে আসছে Vivo। সেই ফোনের নাম Vivo X Flip। সব কাজ সারা, একাধিক সার্টিফিকেশনও ইতিমধ্যে পেয়ে গিয়েছে ফোনটি। অফিসিয়াল লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। 91 Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ফোনটি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়েছিল। লিস্টিং থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে, জানা গিয়েছে Vivo X Flip ফোনটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর আগে এই Vivo Foldable ফোনটি হাজির হয়েছিল গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে। সেখান থেকে ফোনের প্রসেসর এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে অনেক তথ্য মিলেছে। পারফরম্যান্সের জন্য এই Vivo X Flip ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট এবং সফটওয়্যার হিসেবে Android 13 অপারেটিং সিস্টেম।

3C সার্টিফিকেশন সাইটে Vivo X Flip

3C সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে দেখা গিয়েছে, Vivo X Flip ফোনের মডেল নম্বর হল V2256A। ফোনটি সম্পর্কে এই সার্টিফিকেশন সাইট যে নতুন তথ্য ফাঁস করল, তা হল এর 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি 11VDC 4A চার্জ রেটিংও দেওয়া হয়েছে ফোনটিতে, যা ইঙ্গিত দিচ্ছে ফোনটি Vivo-র Flashcharge 2.0 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তবে ফোনের ব্যাটারি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এখনও জানা যায়নি। সূত্রের খবর, এই ফ্লিপ ফোনে 4,400mAh ব্যাটারি দিচ্ছে ভিভো। এখন ফোনটিতে যদি এই ব্যাটারি সেটআপই দেয়, তাহলে এই ফ্লিপ ফোনটিই Vivo-র অন্যতম শক্তিশালী ফোন হতে চলেছে ব্যাটারি ও চার্জিং সেটআপের দিক থেকে। এমনকি Oppo Find N2 Flip ফোল্ডেবল ফোনেও রয়েছে 4,300mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo X Flip: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo X Flip ফোল্ডেবল ফোনে দেওয়া হতে পারে 6.8 ইঞ্চির মেইন ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং তার অ্যাসপেক্ট রেশিও 21:9। এই ডিসপ্লে FHD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। গৌণ আর একটি ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে, সেটিও HD রেজ়োলিউশন সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

চমৎকার করা হয়েছে Vivo X Flip-এর অপ্টিক্স ডিপার্টমেন্ট। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হতে পারে একটি 50MP Sony IMX866 ক্যামেরা। সেকেন্ডারি সেন্সর হিসেবে এই ফোল্ডেবল ফোনে একটি 12MP IMX663 আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। ফোনটির ক্যামেরা টিউন করছে Zeiss। ডিসপ্লেতে একটি হোল পাঞ্চ কাটআউটে দেওয়া হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে, যার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। পাওয়ার বাটনের সঙ্গে থাকছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার।

Next Article