দুর্দান্ত ছবি তুলতে Vivo-র জুড়ি নেই, একদম সস্তা হয়ে গেল Vivo Y16 আর Vivo Y02T

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 29, 2023 | 2:22 PM

Vivo Price Cut: কোম্পানি এই ফোন দু'টির দাম 500 টাকা কমিয়েছে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এও ঘোষণা করা হয়েছে। Vivo Y16-এর দাম কমানোর পরে, এর 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম হয়ে গিয়েছে 10,499 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হয়েছে 11,999 টাকা। এই নতুন দামগুলি ইতিমধ্যেই Vivo এর অনলাইন স্টোর, Flipkart এবং Amazon-এ দেখানো হচ্ছে।

দুর্দান্ত ছবি তুলতে Vivo-র জুড়ি নেই, একদম সস্তা হয়ে গেল Vivo Y16 আর Vivo Y02T

Follow Us

ই-কমার্স সাইটে তো সারা বছরই কোনও না কোনও সেল চলে। আর তাতে অনেক কমও হয় ফোনের দাম। তবে এবার Vivo তার দুটি বাজেট ফোনের দাম কমিয়েছে। আপনি অনেক কমে Vivo Y16 এবং Vivo Y02T কিনতে পারবেন। কোম্পানি অফিসিয়ালি তা জানিয়েছে। Vivo Y16 এবং Vivo Y02T-এ রয়েছে MediaTek Helio P35 প্রসেসর এবং 10W চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি। এই দুটি ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি তফাৎ হল, এদের ক্যামেরা সেটআপ। চলুন জেনে নেওয়া যাক কোম্পানি কত টাকা করে কমিয়েছে।

Vivo Y16 এবং Vivo Y02T-এর দাম:

কোম্পানি এই ফোন দু’টির দাম 500 টাকা কমিয়েছে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এও ঘোষণা করা হয়েছে। Vivo Y16-এর দাম কমানোর পরে, এর 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম হয়ে গিয়েছে 10,499 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হয়েছে 11,999 টাকা।

আর Vivo Y02T এর কথা বলি, তাহলে এর 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম কমে 8,999 টাকা হয়েছে। শুধু তাই নয়, আপনি কিছু ব্যাঙ্ক কার্ডে নো-কস্ট ইএমআই অপশনও পেয়ে যাবেন। এই নতুন দামগুলি ইতিমধ্যেই Vivo এর অনলাইন স্টোর, Flipkart এবং Amazon-এ দেখানো হচ্ছে।

Vivo Y16 এবং Vivo Y02T-এর স্পেসিফিকেশন:

ক্যামেরা ছাড়া এই দুটি ফোনের প্রায় সব ফিচারই একই রকম। দুটি ফোনেই আপনি 6.51-ইঞ্চি HD ডিসপ্লে পাবেন। প্রসেসরের কথা বললে, এতে MediaTek Helio P35 প্রসেসর রয়েছে, যার 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। ক্যামেরার কথা বললে, Vivo Y16 এর একটি 13MP প্রাইমারি সেন্সর এবং একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর Vivo Y02T তে শুধুমাত্র একটি 8MP রিয়ার ক্যামেরা রয়েছে। উভয় মডেলেই সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 5M ক্যামেরা এবং 10W চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।

Next Article