Vivo Y16 এক ধাক্কায় 1,000 টাকা সস্তা, কত হল নতুন দাম?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 02, 2023 | 1:14 PM

Vivo Y16 ফোনটি যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, তখন তার 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 12,499 টাকা। এখন এই মডেলের দামই 1,000 টাকা কমানো হয়েছে। ফলে, Vivo Y16-এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে 11,499 টাকা।

Vivo Y16 এক ধাক্কায় 1,000 টাকা সস্তা, কত হল নতুন দাম?
Vivo Y16 এখন আরও কম দামে।

Follow Us

Vivo তার জনপ্রিয় একটি স্মার্টফোনের দাম কমিয়ে দিল। সেই ফোনের নাম শুনলে আপনি এখনই বোধহয় কিনতে চাইবেন। ভারতে Vivo Y16 ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল সংস্থা। ফোনটির দুটি স্টোরেজ মডেল রয়েছে। তার একটি হল 3GB RAM + 32GB এবং অপরটি 4GB RAM + 64GB স্টোরেজ মডেল। তবে, দুটি ভ্যারিয়েন্টের দাম কমানো হয়নি। কেবল 64GB স্টোরেজ মডেলের দামই কমানো হয়েছে। তার ফলে নতুন মডেলটির কত দাম হয়েছে, কেন এই ফোন এখনও প্রাসঙ্গিক, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Vivo Y16: নতুন দাম কত হল?

Vivo Y16 ফোনটি যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, তখন তার 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 12,499 টাকা। এখন এই মডেলের দামই 1,000 টাকা কমানো হয়েছে। ফলে, Vivo Y16-এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে 11,499 টাকা। হ্যান্ডসেটটির মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। তার একটি কালো এবং অপরটি সোনালি।

Vivo Y16: কেন এই ফোন এত প্রাসঙ্গিক?

Vivo Y16 ফোনে রয়েছে একটি 6.51 ইঞ্চির HD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1600 X 720 পিক্সেল। ডিজ়াইনটি 2.5D কার্ভ ও তার সঙ্গে রাউন্ডেড কর্নার দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P35 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। পাশাপাশি আপনি 1GB পর্যন্ত বর্ধিত RAM ব্যবহারের সুযোগও রয়েছে। ট্রিপল কার্ড স্লট রয়েছে এই ফোনে, যা 1TB পর্যন্ত মেমোরি এক্সপ্যানসন সাপোর্ট করে।

AI পাওয়ার্ড ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 13MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরাটি সুপার HDR এবং অওরা স্ক্রিন লাইট ফিচার সাপোর্ট করে, যা দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।

সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 12 ভিত্তিক Funtouch OS 12 অপারেটিং সিস্টেম, যা ভিভোর এই ফোনটিকে মাল্টি টার্বো এবং আলট্রা গেম মোডের মতো ফিচার দিয়েছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিতে পারবেন।

সিকিওরিটির জন্য ডিভাইসটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস ওয়েক ফিচার। এর দ্বারা খুব দ্রুত ফোনটি আনলক করা যাবে। একটি অতিরিক্ত আই প্রোটেকশন মোডও রয়েছে, যা ফোনের ব্লু লাইট ফিল্টার করতে পারে।

Next Article