অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল Vivo Y33e 5G ফোনটি। সস্তার এই ভিভো হ্যান্ডসেটে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী MediaTek Dimensity 700 প্রসেসর। রয়েছে একটি 5,000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের দিক থেকে Vivo Y33e 5G ফোনটি চালিত হবে একটি Android 12 ভিত্তিক Origin Ocean অপারেটিং সিস্টেমের সাহায্যে। রয়েছে একটি 6.51 ইঞ্চির LCD স্ক্রিন যার রেজ়োলিউশন 720×1,600 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 60Hz। ফোনটির দাম ও উপলব্ধতা সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
Vivo Y33e 5G দাম ও উপলব্ধতা
আপাতত চিনের মার্কেটের জন্য নিয়ে আসা হয়েছে এই Vivo Y33e 5G ফোনটি। সে দেশে এই ফোনের দাম CNY 1,299 বা ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 টাকা। এই দাম ধার্য করা হয়েছে ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের জন্য। ফ্লুওরাইট ব্ল্যাক এবং ম্যাজিক ব্লু – এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির।
Vivo Y33e 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স
এই স্মার্টফোনে একটি 6.51 ইঞ্চির HD+ LCD স্ক্রিন দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট 60Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 88.99 শতাংশ। পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি অত্যন্ত শক্তিশালী অক্টা-কোর Dimensity 700 SoC, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা থাকছে Mali-G57 GPU-র সঙ্গে। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 12 ভিত্তিক আউট অফ দ্য বক্স Origin Ocean অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হয়েছে।
একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 13MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Vivo Y33e 5G ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক্যামেরা ফোনের ডিসপ্লেতে একটি ওয়াটারড্রপ স্টাইল নচের মধ্যে রয়েছে।
Vivo Y33e 5G ফোনটির আয়তন 165mm এবং ওজন মাত্র 198 গ্রাম। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। একটি ফেস ওয়েক ফিচার রয়েছে ফোনটিতে, যা একবার ব্লিঙ্কের মাধ্যমেই ফোনটিকে আনলক করতে সাহায্য করবে। এই 5G কানেক্টিভিটি সাপোর্টেড হ্যান্ডসেটটি ডুয়াল-ব্যান্ড Wi-Fi এবং Bluetooth v5.1 ওয়্যারলেস কানেক্টিভিটি সাপোর্ট করে। একটি USB Type-C পোর্ট রয়েছে ফোনটিতে। এছাড়াও রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক।