Vivo Y36 Features: প্রায় প্রতিদিনই ভারতীয় বাজারে কোনও না কোনও স্মার্টফোন লঞ্চ করে চলেছে। ফলে আপনি এখন বাজারে অনেক অপশন পাবেন। কেউ লুকের দিকে বেশি নজর দিয়েছে, আবার কেউ প্রসেসর। কোনও কোনও ফোনের ক্যামেরা বিরাট ভাল। ফলে দোকানে গিয়ে হোক বা অনলাইনে, আপনি নিজের পছন্দ মতো একটি মোবাইল কিনে নিতে পারবেন। চলতি মাসে বেশ অনেকগুলো ফোন বাজারে আসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল Vivo Y36-এর নাম। Vivo তার নতুন সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতীয় বাজারে Vivo Y36 লঞ্চ করেছে। এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি সহ অনেক কিছু দেওয়া হয়েছে। এর দামও বেশি রাখেনি কোম্পানিটি। মিড-রেঞ্জেই স্মার্টফোনটিকে এনেছে। ফলে আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই স্মার্টফোনটি কিনে নিতেই পারেন।
এই ফোনের দাম:
কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, Vivo Y36-এর 8 GB ও 128 GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এবার প্রশ্ন হল, আপনি এই নতুন ফোনটি কোথা থেকে কিনবেন? আপনি এটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন যে কোনও স্টোর থেকে কিনতে পারবেন। নতুন স্মার্টফোনটি দু’টি রঙে বাজারে এসেছে – ভাইব্রেন্ট গোল্ড এবং মিটিওর ব্ল্যাক।
Vivo Y36-এর ফিচার ও স্পেসিফিকেশন:
ফোনটিতে Android 13 OS ব্যবহার করা হয়েছে। এতে একটি 6.64-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz। কোম্পানির দাবি, সূর্যের আলোতেও ফোনের ডিসপ্লে একেবারে ঝকঝকে দেখতে পাবেন।
ফোনটির ডিজাইনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। ফোনটিতে একটি ফ্ল্যাট ফ্রেমের ভিতরে একটি 2.5D বাঁকা নকশা করা রয়েছে, যা ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। ক্যামেরা মডিউলটিতে একটি ‘ডাইনামিক ডুয়াল রিং’ ডিজাইন রয়েছে। পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Vivo Y36-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। মেন সেন্সরটি 50MP পোর্ট্রেট ক্যামেরা এবং একটি 2MP বোকেহ ক্যামেরা। সেলফির জন্য এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে আরও অনেক স্মার্ট ক্যামেরা ফিচার আছে। যেমন- সুপার নাইট মোড, মাল্টি স্টাইল পোর্ট্রেট ইত্যাদি।
Vivo Y36 এ Snapdragon 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। এর 5000 mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। ফোনে 2টি ন্যানো সিম ছাড়াও এসডি কার্ডের জন্য স্টোরেজও দেওয়া হয়েছে। কিন্তু এই স্মার্টফোনে 5G কানেক্টিভিটির সুবিধা নেই।