ভিভো ওয়াই৫১এ ফোনের নতুন স্টোরেজ কনফিগারেশন লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, এবার ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দেশে। এর আগে জানুয়ারি মাসে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৫১এ ফোন। এবার নতুন মডেলে র্যামের পরিমাণ কিছুটা কমেছে। সেই সঙ্গে সামান্য হেরফের হয়েছে ফোনের দামেও। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon ৬৬২ প্রসেসর। ফোনের ব্যাটারি ৫০০০mAh। সেই সঙ্গে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও ফোনের পিছনের অংশ বা ব্যাকপ্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা।
ভিভো ওয়াই৫১এ ফোনের দাম
ভিভো ওয়াই৫১এ ফোনের বিভিন্ন ফিচার
১। এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ ভিত্তিক Funtouch OS ১১ সফটওয়্যারের সাহায্যে।
২। এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
৩। ভিভো ওয়াই৫১এ ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
৪। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর।
৫। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
৬। ভিভো ওয়াই৫১এ ফোনের ৫০০০mAh ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
৭। কানেকটিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, টাইপ-সি ইউএসবি, জিপিএস এবং আরও অনেক কিছু।
৮। ভিভো ওয়াই৫১এ ফোনের ওজন ১৮৮ গ্রাম।
আরও পড়ুন- Redmi 10 Series: জুলাইয়ের শুরুতেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি ১০ সিরিজ, তেমনই ইঙ্গিত টুইটারে