একেবারে সস্তায় 5G Smartphone নিয়ে এল Vivo, সঙ্গে ফাটাফাটি লুক আর ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 26, 2023 | 12:46 PM

Vivo Y56 5G Price: Vivo এই তার জনপ্রিয় একটি ফোনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সবথেকে অবাক ব্যপার হল নতুন ভ্যারিয়েন্টটি অনেক সস্তায় আনা হয়েছে। ফিচারে আর স্পেসিফিকেশনে কতটা পরিবর্তন করা হয়েছে, জেনে নেওয়া যাক।

একেবারে সস্তায় 5G Smartphone নিয়ে এল Vivo, সঙ্গে ফাটাফাটি লুক আর ফিচার্স

Follow Us

Vivo Y56 5G স্মার্টফোন বাজারে নতুন নয়। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল। এমনকি বাজারে আসার সঙ্গে সঙ্গে মানুষের মন জয় করে নিয়েছিল ফোনটি। তবে থেকেই এটি ভারতে একটি জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে। এর আসল দাম ছিল 19,999 টাকা, কিন্তু অগস্টে এটি 1,000 টাকা কমানো হয়েছিল। অর্থাৎ এর দাম এখন 18,999 টাকা। এবার এই জনপ্রিয়তাকে ধরে রাখতেই Vivo এই ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সবথেকে অবাক ব্যপার হল নতুন ভ্যারিয়েন্টটি অনেক সস্তায় আনা হয়েছে। ফিচারে আর স্পেসিফিকেশনে কতটা পরিবর্তন করা হয়েছে, জেনে নেওয়া যাক।

Vivo Y56 5G-এর দাম ও অফার:

Vivo Y56 5G-এর নতুন 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে 16,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটি কালো এবং অরেঞ্জ এই দুটি রঙে বাজারে এসেছে। আপনি আইসিআইসিআই, এসবিআই, ওয়ান কার্ড, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের মাধ্যমে কিনলে এতে ছাড় পাবেন। আপনি এতে 1,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Vivo Y56 5G-এর স্পেসিফিকেশন:

Vivo Y56 5G-তে একটি বড়, উজ্জ্বল 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি 2408 x 1080 পিক্সেল রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 60Hz রিফ্রেশ রেট রয়েছে। এটিতে একটি ওয়াটারড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। পিছনে, এটির একটি 50-মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি Android 13 এ চলে।

Vivo Y56 5G-এর ব্যাটারি:

Vivo Y56 5G-এ রয়েছে MediaTek Dimensity 700 চিপসেট। এছাড়াও এতে 4GB/8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল, আপনাকে বার বার চার্জে যেতে হবে না। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম, 5জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি 3.5 মিমি অডিয়ো জ্যাক।

Next Article