Vivo Y78t লঞ্চ হল 17,000 টাকায়, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50MP ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 20, 2023 | 3:11 PM

Vivo Y78t ফোনে রয়েছে একটি 6.64 ইঞ্চির LCD প্যানেল, যা ফুল HD+, 1080 x 2388 পিক্সেল রেজ়োলিউশন দিতে পারে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Snapdragon 6 Gen 1 প্রসেসরের সাহায্যে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির মোট তিনটি র‌্যাম ও স্টোরেজ ভার্সন রয়েছে।

Vivo Y78t লঞ্চ হল 17,000 টাকায়, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50MP ক্যামেরা
দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে এল Vivo।

Follow Us

কম দামের একটি চমৎকার Vivo স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। সেই ফোনের নাম Vivo Y78t। আপাতত এই ফোনটি লঞ্চ করা হয়েছে চিনের মার্কেটের জন্য। শীঘ্রই তা ভারত-সহ দেশের অন্যান্য প্রান্তেও লঞ্চ করে যাবে। Vivo Y78t ফোনের কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, দাম কত, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Vivo Y78t: ফিচার ও স্পেসিফিকেশন

Vivo Y78t ফোনে রয়েছে একটি 6.64 ইঞ্চির LCD প্যানেল, যা ফুল HD+, 1080 x 2388 পিক্সেল রেজ়োলিউশন দিতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240 Hz। ফোনের ঠিক ডানদিকের প্রান্তে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক OriginOS 3.0।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Snapdragon 6 Gen 1 প্রসেসরের সাহায্যে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির মোট তিনটি র‌্যাম ও স্টোরেজ ভার্সন রয়েছে। সেগুলি হল, 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ।

চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP বোকে লেন্স এবং একটি LED ফ্ল্যাশ। এ বিষয়ে জেনে রাখা ভাল যে, Vivo Y78t ফোনটি হল আসলে iQOO Z8x-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা চলতি বছরের অগস্টে চিনে লঞ্চ করা হয়েছিল।

Vivo Y78t: দাম ও অন্যান্য তথ্য

Vivo Y78t ফোনের 12GB RAM + 256 GB স্টোরেজ মডেলটি চিনে 1,499 Yuan বা প্রায় 17,000 টাকায় পাওয়া যাবে। 22 অক্টোবর থেকে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। কালো, সাদা এবং সবুজ এই তিনটি রঙে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।

Next Article