iPhone 15 Charging Tips: অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে iPhone15 কি সত্যিই চার্জ হবে? জেনে নিন লাভ না ক্ষতি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 16, 2023 | 4:13 PM

Apple iPhone 15 Tips: আপডেট আসার পর থেকেই একটাই প্রশ্ন চারিদিকে শোনা যাচ্ছে, তা হল আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েও iPhone 15 চার্জ করতে পারবেন কি না? এই প্রশ্নের উত্তর এবার কোম্পানিটি নিজেই দিয়েছে।

iPhone 15 Charging Tips: অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে iPhone15 কি সত্যিই চার্জ হবে? জেনে নিন লাভ না ক্ষতি

Follow Us

Apple সম্প্রতি নতুন iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। নতুন আইফোনটিতে এক গুচ্ছ আপডেট দেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় আপডেট হল USB Type C চার্জিং পয়েন্ট। এই আপডেট আসার পর থেকেই একটাই প্রশ্ন চারিদিকে শোনা যাচ্ছে, তা হল আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েও iPhone 15 চার্জ করতে পারবেন কি না? এই প্রশ্নের উত্তর এবার কোম্পানিটি নিজেই দিয়েছে। অ্যাপল সম্প্রতি ব্যবহারকারীদের চার্জিংয়ের বিষয়ে সতর্ক করেছে। বাজারে অনেক ধরনের USB-C কেবল পাওয়া যায়। সঠিক তারের ব্যবহার না করলে আপনার আইফোনের ব্যাটারিতে খারাপ প্রভাব ফেলতে পারে। আর এই কারণেই অ্যাপল ব্যবহারকারীদের শুধুমাত্র অ্যাপল চার্জার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অন্য চার্জার দিয়ে চার্জ করলে, কী কী সমস্যা দেখা দিতে পারে, তাও বলেছে।

অন্য কোম্পানির চার্জার ব্যবহার করলে কী হতে পারি?

আপনি যদি অন্য কোম্পানি থেকে চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করেন, তাহলে ফোনটি অল্পতেই গরম হয়ে যাবে। এবার আপনি মনে করলেন, যে কয়েক মিনিটের জন্য চার্জ দিলে কী আর হবে! ওই কয়েক মিনিটেই ঘটে যেতে পারে বিরাট বিপদ। আপনি যদি অ্যামাজন থেকে চার্জার কেনার কথা ভাবেন, তবে ফেকস্পটের মতো সরঞ্জামগুলি ব্যবহার করতে পারেন। গ্রাহকদের সুবিধার জন্য, অ্যাপল MFi (আইফোনের জন্য তৈরি) প্রোগ্রাম চালু করেছে, যাতে আপনি আপনার জন্য সঠিক চার্জার বেছে নিতে পারবেন। অ্যাপল তার নিজস্ব চার্জার ছাড়াও অ্যামাজন বেসিক এবং অটারবক্স থেকে চার্জার কেনার পরামর্শ দিচ্ছে।

পাবলিক চার্জিং পয়েন্টে আপনার ফোন চার্জ করবেন না:

আপনি যদি হোটেল রুম, বিমানবন্দর, রেলস্টেশন ইত্যাদির মতো পাবলিক চার্জিং পয়েন্টে নিম্ন মানের কোনও চার্জার দিয়ে আপনার আইফোন চার্জ করেন, তবে তা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমনকি এটি আপনার ফোনের জন্য বিপজ্জনক হতে পারে। পাবলিক চার্জিং পয়েন্টে খুব বেশি ভোল্টেজের কারেন্ট থাকে, যা আপনার আইফোনের জন্য ক্ষতিকর। ফলে প্রয়োজনে আপনার নিজের ফোনের চার্জার ব্যবহার করুন।

Next Article