Phone Exchange Offer: পুরনো ফোন দিলে নতুন ফোন দেয় অনেক কোম্পানি, আদৌ কি তাদের লাভ হয় এতে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 21, 2023 | 2:28 PM

Mobile Exchange Offer Benefits: আপনি নিশ্চয়ই জানেন, পুরনো ফোনের বদলে নতুন স্মার্টফোন কেনা যায়। অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম ফোন এক্সচেঞ্জ অফারের মাধ্য়মে একটি নতুন ফোন কেনার সুবিধা দেয়। পুরনো ফোনে অনেক টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যায়।

Phone Exchange Offer: পুরনো ফোন দিলে নতুন ফোন দেয় অনেক কোম্পানি, আদৌ কি তাদের লাভ হয় এতে?

Follow Us

Smartphone Exchange Offers: আপনি কি অনেকদিন ধরে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তবে আপনি নিশ্চয়ই জানেন, পুরনো ফোনের বদলে নতুন স্মার্টফোন কেনা যায়। অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম ফোন এক্সচেঞ্জ অফারের (Phone Exchange Offer) মাধ্য়মে একটি নতুন ফোন কেনার সুবিধা দেয়। পুরনো ফোনে অনেক টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যায়। এর জন্য আপনাকে Flipkart বা Amazon-এর মতো প্ল্যাটফর্মে যেতে হবে এবং এক্সচেঞ্জ অফার বেছে নিতে হবে। নতুন ফোনের দাম থেকে পুরনো ফোনের দাম কেটে নেওয়া হবে। ফলে আপনি কম দামে একটি নতুন ফোন পাবেন।

কখনও ভেবে দেখেছেন কেন এই সুবিধে দেয় কোম্পানিগুলি? তাতে এদের কী সুবিধে হয়?

তবে এর উত্তর আপনাকে জানানো হবে। এক্সচেঞ্জ অফারের চুক্তিটি শুধুমাত্র গ্রাহকদের জন্যই নয়, ই-কমার্স কোম্পানি এবং নির্মাতাদের জন্যও উপকারী। এই চুক্তি অনুসারে, কেউ একটি নতুন ফোনের জন্য পুরনো ফোন এক্সচেঞ্জ করে বিলের উপর ছাড় পেতে পারে। আপনি যখন পুরনো ফোনের সমস্ত বিবরণ ই-কমার্স ওয়েবসাইটে দেবেন। তখন সেই ই-কমার্স ওয়েবসাইট আপনাকে আপনার ফোনের দামের পরিমাণ জানাবে। তারপরে আপনি নতুন ফোনে ছাড় পাবেন এবং আপনার পুরনো ফোন ওরা নিয়ে নেবে।

এক্সচেঞ্জ অফারের মাধ্যমে, ব্যবহারকারীরা শুধুমাত্র একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রেই ছাড় পান না, সেইসঙ্গে পুরনো ফোন সঠিক জায়গায় বিক্রি করার ঝামেলাও দূর করে। সবাই চায় তার পুরনো ফোনের সঠিক দাম পেতে। Amazon এবং Flipkart-এর মতো প্ল্যাটফর্মগুলিতে, ব্যবহারকারীরা একটি ওয়ান-স্টপ শপ এবং একটি দুর্দান্ত দাম পান। যা একটি নতুন ফোন কেনার সময় ছাড় হিসাবে ব্যবহার করা হয়।

এতে স্মার্টফোন কোম্পানির সুবিধা হল:
এর সবচেয়ে বড় সুবিধা হল যে, গ্রাহকরা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন না তারাও এক্সচেঞ্জ অফার দেখা কিনতে চাইবেন। এটি কোম্পানিকে তাদের বিক্রি বাড়াতে সাহায্য করে। দামি ফোন বিক্রি করতে কোম্পানিগুলি এই অফারটি অনেক বেশি ব্যবহার করে। ফলে যে দাম তারা আপনার পুরনো ফোনটিতে দিচ্ছে, তার থেকে অনেক বেশি লাভ তারা একটি দামি ফোন বিক্রি করে করছে। পুরনো স্মার্টফোন বেশি দামে বিক্রি করা যায়। এছাড়া পুরনো ফোন ফেরত পাঠানোর পরিবর্তে স্মার্টফোন কোম্পানি তৃতীয় পক্ষ বা অন্য কারও কাছে বিক্রি করে দেয়।

Next Article