আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বিশ্ব দরবারে হাজির হবে iPhone 15 Series। ওয়ান্ডারলাস্ট নামক বছরের সবথেকে বড় ইভেন্টে iPhone 15, iPhone 15 Pro, iPhone 15 Pro Max (বা Ultra) এবং iPhone 15 Plus এর পর্দা উন্মোচিত হবে এক-এক করে। iPhone 14-র থেকে বেশ কিছু বড়সড় আপগ্রেড পেতে চলেছে iPhone 15 সিরিজ়ের ফোনগুলি, থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তবে iPhone 15 সিরিজ় লঞ্চ ভারতীয়দের জন্য আরও আকর্ষণীয় হতে চলেছে। কারণ, এই প্রথম Apple তার লঞ্চ অনুষ্ঠানের অব্যবহিত পরেই ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ ভারতে নির্মিত ফোন বিক্রয় করবে।
ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, iPhone 15 ভারতে তৈরি করা হবে। আর সেখান থেকেই অনেকে মনে করছেন, এই ফোনের দামও ভারতে অনেকটাই কম হবে। কিন্তু, সত্যিই কি ভারতে তৈরি হওয়ার কারণে iPhone 15 সিরিজ়ের ফোনগুলির দাম দেশে কম হবে? সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
iPhone 15 কি ভারতে সত্যিই কম দামে পাওয়া যাবে?
প্রথমেই জেনে রাখা ভাল যে, iPhone 15 প্রথম অ্যাপল ফোন নয়, যা ভারতে প্রথম বার তৈরি করা হচ্ছে। এর আগে iPhone 13 এবং iPhone 14 এই দুটি ফোনই ভারতে তৈরি করা হয়েছিল। কিন্তু তার ফলে যে দামের খুব একটা হেরফের হয়েছে, তেমনটাও নয়।
iPhone 13-র 128 GB ভ্যারিয়েন্ট ভারতে 79,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে ভারতে iPhone 14-র বেস ভ্যারিয়েন্টও 79,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় উভয় ফোনেরই দাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 799 মার্কিন ডলার ছিল। অর্থাৎ, পূর্ববর্তী উভয় আইফোনের ভারতীয় মূল্য আমেরিকার দামের 100 গুণ বেশি হয়েছে।
খুব সম্ভবত চলতি বছরেও এই একই প্যাটার্ন অনুসরণ করা হবে আইফোন 15-র ক্ষেত্রেও। সেই দিক থেকে দেখতে গেলে, ভারতে উৎপাদন সে ভাবে iPhone 15 সিরিজ়ের দামের উপরে কোনও প্রভাব ফেলবে না। তাই, এই সিরিজ়ের ফোনগুলির দামও সে ভাবে কমার সম্ভাবনা খুবই কম।
iPhone 15 কি খুব দ্রুত ভারতে চলে আসবে?
ভারতে তৈরি হওয়ার পরেও যে iPhone 15 সিরিজ়ের দাম কম হবে না, তা একপ্রকার নিশ্চিত ভাবেই বলা যায়। তবে যা হতে চলেছে তা হল, প্রত্যাশিত সময়ের থেকেও তাড়াতাড়ি ভারতে পাওয়া যাবে iPhone 15 মডেলগুলি। সাধারণত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ব্রিটেন এবং অন্যান্য বাজারের লোকজন বিশ্বব্যাপী আইফোন লঞ্চের পরক্ষণেই মডেলগুলির অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু ভারতে তা আসতে এক মাস বা তার বেশিই সময় লেগে যেত এতদিন। এবার কিন্তু সেরকমটা আর হওয়ার সম্ভাবনা নেই। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, Apple খুব শীঘ্রই ভারতে iPhone 15 Series এর ফোনগুলি নিয়ে আসতে চাইছে। এখন দেখার 12 সেপ্টেম্বর লঞ্চের পর ভারতে কবে নাগাদ আসে iPhone 15?