Smartphone Explodes: স্মার্টফোনে আগুন ধরার ঘটনা প্রায়শই আমাদের কানে আসে। এর আগে Xiaomi, OnePlus-সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের ফোন বিস্ফোরিত হয়ে সেগুলিতে ভয়াবহ আগুন ধরার ঘটনা সামনে এসেছিল। তারপরেও কতটা সতর্ক আমরা? এক ফোঁটাও যে নয়, তার প্রমাণ মিলল আর একটি ঘটনায়। সম্প্রতি বিহারে এক ব্যবহারকারীর Xiaomi 11 Lite NE 5G ফোনটি বিস্ফোরিত হয়। তারপর তা থেকে ধোঁয়া বেরোতে থাকে। বিহারের ভাগলপুরের মোহাদ্দিনগরের বাসিন্দা সঞ্জীব রাজার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম 91 Mobiles-এর কাছে ওই ব্যক্তি ঘটনার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। তবে এবারের এই মোবাইল বিস্ফোরণের ঘটনাটি আরও চিন্তার, কারণ কোনও চার্জারের সঙ্গে কানেক্ট করা ছিল না ফোনটি।
যদিও কী কারণে ওই বিহারের বাসিন্দার Xiaomi 11 Lite NE 5G ফোনটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভুক্তভোগী সঞ্জীব রাজা জানিয়েছেন, যে সময় ঘটনাটি ঘটেছিল সে সময় ফোনটি বিছায়ানায় রাখা ছিল। তবে ঘটনায় কেউ আহত হননি। সঞ্জীব নিজে এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা সে সময় বিছানা থেকে কিছুটা দূরেই ছিলেন। এর আগে একাধিক বার দেখা গিয়েছে যে, ফোন বিস্ফোরণের পর আহত হয়েছেন তার ব্যবহারকারী বা পরিবারের সদস্যরা। বিহারের ওই পরিবারটি ভাগ্যক্রমে বিপন্মুক্ত রয়েছেন এরকম ভয়াবহ দুর্ঘটনার পরেও। 91 Mobiles তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ করেছে।
কীভাবে Xiaomi 11 Lite NE 5G বিস্ফোরণের ঘটনাটি ঘটে?
2021 সালের ডিসেম্বরে তিনি Xiaomi 11 Lite NE 5G ফোনটি ক্রয় করেছিলেন বিহারের ওই বাসিন্দা। সঞ্জীব রাজা অভিযোগ করেছেন যে, চার্জারের সঙ্গে কানেক্টেড না-থাকা সত্ত্বেও ফোনটি বিস্ফোরিত হয়েছে। বিছানার বাঁ-দিকে ফোনটি রাখা ছিল আর সেই সময় তিনি চা করছিলেন। চা করে যখন ফিরলেন, তখন ফোন থেকে ধোঁয়া বেরোনোর ভিডিয়ো রেকর্ড করেন। ভিডিয়ো থেকে দেখা গিয়েছে, ফোনটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তার ব্যাটারি সেকশনের দিকে। অর্থাৎ ফোনের মাঝ বরাবরা একপ্রকার ঝলসে গিয়েছে। তবে এক্কেবারে নীচের দিক এবং উপরে ক্যামেরার অংশটি অক্ষত অবস্থাতেই রয়েছে। ফোনের সামনের অংশটাও সে ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
এই বিস্ফোরণের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে, ঠিক যেখানে ফোনটা রাখা ছিল সেই ম্যাট্রেসের অন্তত 2 থেকে 3টি স্তর পুড়ে গিয়েছে। ফোনের পিছনের অংশটা যা রাবারের, সেখানে আগুন ধরে যাওয়ার ফলে বিছানার চাদরের সঙ্গে আঠালো হয়ে গিয়েছে। কিন্তু কী কারণে স্মার্টফোনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে 91 Mobiles-এর তরফ থেকে Xiaomi-র সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও সংস্থার তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি।