Xiaomi 11i Hypercharge 5G Offer Price: বছর শেষেই নিজের পুরনো ফোনটা বদলে নিতে চাইছেন? একটু দামি ফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাতে যদি কিছু ডিসকাউন্ট অফার পেয়ে যান, তাহলে মন্দ কী! Xiaomi 11i Hypercharge 5G এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি 5G স্মার্টফোন। তবে, এই ফোনই আপনি অফারে পেয়ে যেতে পারেন মাত্র 1,999 টাকায়। এই ফোন আপনি এতটা কম দামে পাবেন ফ্লিপকার্টের ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার-সহ আরও একাধিক ডিলের মাধ্যমে। এমনিতে কোনও অফার ছাড়া ফোনটির দাম 33,999 টাকা। সেই এত দামি ফোনটিকে আপনি কীভাবে 1,999 টাকায় কিনতে পারেন, সেই সব অফার সম্পর্কে বিস্তারিত তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Xiaomi 11i Hypercharge 5G: দাম ও অফার
এই ফোনটির একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। তবে আপনি অফার পাবেন কেবল 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে। ফ্ল্যাট ডিসকাউন্টে এই মডেলই আপনি 33,999 টাকার পরিবর্তে পেয়ে যাবেন 26,999 টাকায়। অর্থাৎ এই ফোনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 7,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট।
ব্যাঙ্ক অফার
আপনি যদি ফেডারাল ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করেন, তাহলে 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্য দিকে ডেবিট ও ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে 3,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের কার্ডের সাহায্যেও আপনি যদি এই ফোনটি ক্রয় করতে চান, তাহলে পেয়ে যাবেন 2,000 টাকার ডিসকাউন্ট।
EMI অফার
ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফারের পাশাপাশি EMI অফারেও ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। নো কস্ট EMI অপশনে এই ফোনটি ক্রয় করতে পারেন। তার জন্য প্রতি মাসের আপনার খরচ হবে মাত্র 4,500 টাকা। অন্য দিকে আবার স্ট্যান্ডার্ড EMI অপশনেও এই ফোনটি আপনি কিনতে চাইলে প্রতি মাসে আপনাকে 936 টাকা করে খরচ করতে হবে।
এক্সচেঞ্জ অফার
পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে যদি নিজেকে Xiaomi 11i Hypercharge 5G ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 20,500 টাকা পর্যন্ত ছাড়। আর সেই এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা যদি আপনি নিতে পারেন, তাহলে মাত্র 6,499 আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন এই মুহূর্তে Xiaomi-র সবথেকে শক্তিশালী 5G হ্যান্ডসেট। তবে যে ফোনটা বদলাবেন, তারও কন্ডিশন ভাল হতে হবে।
শেষমেশ কত কম দামে কিনতে পারবেন
সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুর সুবিধা নিয়ে এই ফোন আপনি মাত্র 6,499 টাকায় কিনতে পারবেন। তার উপরে আবার ফেডারেল ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করলে পাবেন 1500 টাকা ও 3,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। অর্থাৎ সব মিলিয়ে Xiaomi 11i Hypercharge 5G ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 1,999 টাকা।