Xiaomi 11i Hypercharge: কোন কোন রঙে লঞ্চ হতে পারে শাওমির আসন্ন এই স্মার্টফোন? জেনে নিন

আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হবে শাওমি ১১আই হাইপারচার্জ ফোন। এর সঙ্গে শাওমি ১১আই সিরিজের ভ্যানিলা মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে।

Xiaomi 11i Hypercharge: কোন কোন রঙে লঞ্চ হতে পারে শাওমির আসন্ন এই স্মার্টফোন? জেনে নিন
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 9:15 AM

আগামী ৬ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে শাওমি ১১আই হাইপারচার্জ স্মার্টফোন। লঞ্চের আগে প্রকাশ্যে এল এই ফোনের সম্ভাব্য কালার বা রঙের অপশন। বলা হচ্ছে, শাওমির এই আসন্ন ফোন এ যাবৎ দেশে লঞ্চ হওয়া ফাস্টেস্ট চার্জিং ফোন হতে চলেছে। শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের হাই রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করেছে সংস্থা। এবার জানা গিয়েছে ফোনগুলি সম্ভাব্য কী কী রঙে ভারতে লঞ্চ হবে, সেই প্রসঙ্গে। রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের রিব্র্যান্ডেড মডেল এই শাওমি ১১আই হাইপারচার্জ।

শাওমি সংস্থার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন জানিয়েছেন প্যাসিফিক পার্ল এবং Stealth Black, এই দুই রঙে শাওমি ১১আই হাইপারচার্জ লঞ্চের সম্ভাবনা রয়েছে। টুইটে এই ফোনের সম্ভাব্য রঙ সম্পর্কে আভাস দেওয়া হয়েছে। একটি টুইটে বলা হয়েছে প্যাসিফিক পার্ল রঙে লঞ্চ হতে পারে শাওমি ১১আই হাইপারচার্জ। আর এই ফোনে থাকতে পারে একটি গ্র্যাডিয়েন্ট মেটালিক ফিনিশ। যা শুরু হচ্ছে নীল রঙ দিয়ে। উপরের অংশে এই নীলচে রঙ থাকবে। আর ক্রমশ দেখা যাবে পিচ রঙের শেড বা আভা। অন্য টুইটে শাওমির আসন্ন এই ফোন Stealth Black রঙে লঞ্চ হওয়ার কথা বলা হয়েছে। শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের জন্য যে স্পেশ্যাল মাইক্রোসাইট রয়েছে, সেখানেও এই দুইয়ের কথা বলা হয়েছে।

অন্যদিকে বলা হয়েছে, রেডমি নোট ১১ প্রো প্লাসের ডিজাইনের সঙ্গে মিল থাকবে শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের। এই ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশের একটি ছবি প্রকাশ্যে এসেছে। এর ব্যাক প্যানেলের ডিজাইনের সঙ্গে রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের মিল রয়েছে। চলতি বছর শুরুর দিকে রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে।

শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।
  • ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকবে এই ফোনে।
  • ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে।
  • পুরো চার্জ হতে ১৫ মিনিট সময় লাগবে এই ফোনে।
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর থাকতে পারে।
  • এই ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।
  • ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে শাওমির এই স্মার্টফোনে।
  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • ডুয়াল জেবিএল টিউনড স্টিরিয়ো স্পিকার, এনএফসি সাপোর্ট, ৪৫০০এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে।
আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হবে শাওমি ১১আই হাইপারচার্জ ফোন। এর সঙ্গে শাওমি ১১আই সিরিজের ভ্যানিলা মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। ভারতে শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের দাম ২৪,৯০০ টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে।