Xiaomi 13 এবং Xiaomi 13 Pro লঞ্চ হয়ে গেল 47,300 টাকায়, দুরন্ত Leica ক্যামেরা, চোখধাঁধানো ছবি

ভ্যানিলা Xiaomi 13-র দাম শুরু হচ্ছে CNY 3,999 বা ভারতীয় মুদ্রায় প্রায় 47,300 টাকা থেকে। এই দাম ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। Xiaomi 13 Pro ফোনের দাম শুরু হচ্ছে CNY 4,999 বা ভারতীয় মুদ্রায় 60,000 টাকা থেকে। এই দাম ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের জন্য।

Xiaomi 13 এবং Xiaomi 13 Pro লঞ্চ হয়ে গেল 47,300 টাকায়, দুরন্ত Leica ক্যামেরা, চোখধাঁধানো ছবি
ভ্যানিলা ও প্রো মডেল নিয়ে Xiaomi 13 সিরিজ়ের আত্মপ্রকাশ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 2:17 PM

Xiaomi 13 সিরিজ়ের স্মার্টফোন লঞ্চ করে গেল। এই সিরিজ়ে মোট দুটি হ্যান্ডসেট রয়েছে— Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। এই দুটি ফোনই পারফরম্যান্সের দিক থেকে চালিত হচ্ছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। দুটি ফোনেরই সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল Leica ক্যামেরা, যা এর আগে Xiaomi 12S Ultra ফোনেও। ডিজ়াইনের দিক থেকে দেখতে গেলে Xiaomi 13 এবং 13 Pro দেখতে অনেকটাই এক। কেবল দুটি ফোনেরই ক্যামেরা সেটআপের ডিজ়াইন সামান্য পরিবর্তন করা হয়েছে। আপাতত Xiaomi 13 লঞ্চ করা হয়েছে কেবল চিনের মার্কেটের জন্য। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই Xiaomi 13 Series লঞ্চ হতে পারে 2023 সালেই।

Xiaomi 13 এবং Xiaomi 13 Pro: দাম, উপলব্ধতা

14 ডিসেম্বর থেকে চিনে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এদের মধ্যে ভ্যানিলা Xiaomi 13-র দাম শুরু হচ্ছে CNY 3,999 বা ভারতীয় মুদ্রায় প্রায় 47,300 টাকা থেকে। এই দাম ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। ফোনের এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম CNY 4,999 বা ভারতীয় মুদ্রায় প্রায় 60,000 টাকা।

Xiaomi 13 Pro ফোনের দাম শুরু হচ্ছে CNY 4,999 বা ভারতীয় মুদ্রায় 60,000 টাকা থেকে। এই দাম ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের জন্য। এর হাই-এন্ড ভার্সন অর্থাৎ 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম CNY 6,299 বা ভারতীয় মুদ্রায় 74,500 টাকা।

তবে এই দুই ফোনেরই ভারতীয় ভার্সন দুটির দাম আরও কম হতে পারে।

Xiaomi 13: স্পেসিফিকেশন, ফিচার

লেদার ফিনিশের এই Xiaomi 13 ফোনে রয়েছে বেশ বড় একটি 6.36 ইঞ্চির ডিসপ্লে। OLED ডিসপ্লেটির রেজ়োলিউশন 1080 x 2400 পিক্সেলস। ফুল HD+ এই ডিসপ্লেটি ডলবি ভিশন সাপোর্টেড এবং এর রিফ্রেশ রেট 120Hz। এই স্ক্রিন 1,900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করছে।

Leica পাওয়ার্ড ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। এই ক্যামেরা OIS (অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন) সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 10MP OIS এনাবলড টেলিফটো ক্যামেরা সেন্সর, যা 3X অপ্টিক্যাল জ়ুম দিতে পারে। সেই সঙ্গেই আবার একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর, যা ফুল HD ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে।

ফোনটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং শক্তিশালী একটি 4500mAh ব্যাটারি, যা 67W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Xiaomi 13 Pro: স্পেসিফিকেশন, ফিচার

প্রো মডেলটিতে রয়েছে 6.7 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে ডলবি ভিশন, HDR10 সাপোর্ট করবে। স্ক্রিনটি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।

Leica পাওয়ার্ড ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে এই ফোনেও। ফোনে যে তিনটে ক্যামেরা রয়েছে, সেগুলির সবকটিই 50MP সেন্সর (ওয়াইড, আলট্রা-ওয়াইড এবং টেলিফটো)। এই টেলিফটো ক্যামেরাটি 3.2 অপ্টিক্যাল জ়ুম সাপোর্ট করবে।

ভ্যানিলা মডেলটির মতো একই কানেক্টিভিটি ফিচার রয়েছে ফোনটিতে। Xiaomi 13 Pro ফোনে বেশ বড় এবং শক্তিশালী একটি 4820mAh ব্যাটারি রয়েছে, যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। Xiaomi 13 এবং 13 Pro এই দুই ফোনই অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 13 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।