Xiaomi 13 Pro Price Leak: Xiaomi তার পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজ় নিয়ে আসতে চলেছে। Xiaomi 13 Series সংস্থার আসন্ন গ্লোবাল ফ্ল্যাগশিপ, যা ভারতেও লঞ্চ করা হবে। 26 ফেব্রুয়ারি বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গেই ভারতে হাজির হবে ফোনটি। তবে, তার কয়েক প্রহর আগে এই সিরিজ়ের সবথেকে চর্চিত ফোন Xiaomi 13 Pro-র দাম ফাঁস হয়ে গেল। এই ফোনের ক্যামেরা টিউন করেছে জার্মান অপ্টিক্স কোম্পানি Leica। ফোন লঞ্চের সপ্তাহখানেক আগে টিপস্টার সুধাংশু আমভোর গ্লোবাল প্রাইস সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, Xiaomi 13 Pro ফোনটি বিশ্ব দরবারে EUR 1,299 দামে লঞ্চ করা হতে পারে, যা ভারতীয় মূল্যে প্রায় 1,06,00 টাকা। এই দাম হতে চলেছে ফোনটির হাই-এন্ড ভ্যারিয়েন্টের। টিপস্টার আরও জানিয়েছেন, এই সিরিজ়ের একটি ভ্যানিলা মডেল Xiaomi 13 এবং আর একটি লাইট ভার্সন Xiaomi 13 Lite লঞ্চ করা হবে। এই ফোন দুটির দামই প্রো ভার্সনের থেকে কিছুটা কম। Xiaomi 13-র দাম হতে পারে EUR 999 (ভারতীয় মূল্যে প্রায় 88,300 টাকা) এবং Xiaomi 13 Lite-এর দাম হতে পারে EUR 499 (ভারতীয় মূল্যে প্রায় 44,100 টাকা)।
তবে এদের মধ্যে Xiaomi 13 এবং Xiaomi 13 Lite এই ফোন দুটি ভারতে লঞ্চ করা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে Xiaomi 13 Pro যে ভারতে আসছে, সে বিষয়টা নিশ্চিত করেছে কোম্পানি। জানা গিয়েছে, এই প্রো মডেলটির দাম গ্লোবাল ভ্যারিয়েন্টের থেকে বেশ কিছুটা কম হবে। এমনকি চিনেও এই মডেলের দাম বেশ কিছুটা কম।
Xiaomi 13 Pro-র বেস ভ্যারিয়েন্টের দাম চিনে CNY 4,999, যা ভারতীয় মুদ্রায় প্রায় 59,000 টাকা। এই দাম ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। অন্য দিকে ফোনটির অন্য আর দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের জন্য CNY 5,399 (64,000 টাকা প্রায়) এবং 12GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম CNY 5,799 (68,700 টাকা প্রায়)। এছাড়াও এই ফোনের এক্কেবারে টপ-এন্ড একটি মডেল রয়েছে। সেই 12GB RAM + 512GB স্টোরেজ স্পেসের Xiaomi 13 Pro-র দাম চিনের বাজারে CNY 6,299 বা ভারতীয় মূল্যে প্রায় 74,600 টাকা।
Xiaomi 13 Pro: যে কারণে ফোনটি নিয়ে এত চর্চা
Xiaomi 13 Pro ফোনে থাকছে একটি 6.73 ইঞ্চির 2K OLED ডিসপ্লে। ফোনটিতে রয়েছে একটি 4,820mAh ব্যাটারি, যা 120W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করছে। এটিই ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যাতে 1 ইঞ্চির ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 1 ইঞ্চির Sony IMX989 সেন্সর। প্রিমিয়াম স্মার্টফোন হওয়ার কারণে এই শাওমি ফোনে অত্যন্ত ব্যয়বহুল বডি মেটিরিয়াল ব্যবহার করা হতে পারে। ফোনের চড়া দামকে জাস্টিফাই করার জন্য Xiaomi 13 Pro-র বডি নির্মিত হচ্ছে মেটাল ও গ্লাসের সংমিশ্রণে।