Xiaomi 14 Pro: সত্যিকারের iPhone প্রতিদ্বন্দ্বী এই Xiaomi মোবাইল, একাধিক চমক নিয়ে বাজারে জলদিই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 16, 2023 | 12:18 PM

বাজারে Xiaomi 14 সিরিজ় নিয়ে আসছে ব্র্যান্ডটি। এই সিরিজ়ে থাকছে মোট তিনটি ফোন- Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra। এদের মধ্যে যে ফোনটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সেটি হল Xiaomi 14 Pro। একাধিক আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে। সেই সব তথ্য জেনে নিন।

Xiaomi 14 Pro: সত্যিকারের iPhone প্রতিদ্বন্দ্বী এই Xiaomi মোবাইল, একাধিক চমক নিয়ে বাজারে জলদিই
Xiaomi 14 Pro ফোনের ক্যামেরার জুড়ি মেলা ভার!

Follow Us

Xiaomi তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা বাড়িয়েই চলেছে। ব্র্যান্ডটি বিগত কয়েক মাসে একাধিক দামি ও বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এবার বাজারে Xiaomi 14 সিরিজ় নিয়ে আসছে ব্র্যান্ডটি। এই সিরিজ়ে থাকছে মোট তিনটি ফোন- Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra। এদের মধ্যে যে ফোনটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সেটি হল Xiaomi 14 Pro। একাধিক আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে। সেই সব তথ্যই একবার জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Pro: কী জল্পনা চলছে এই সিরিজ়ের ফোনটি নিয়ে

Xiaomi 14 Pro ফোনের রেন্ডারগুলি প্রকাশ করেছে 91mobiles এবং OnLeaks। সেই রেন্ডার থেকে জানা গিয়েছে, এই ফোনে বড়সড় একাধিক পরিবর্তন করা হচ্ছে। রেন্ডারিংয়ে দেখা গিয়েছে, এক্কেবারে নতুন ক্যামেরা মডিউল দেওয়া হচ্ছে ফোনটিতে। আর কী থাকছে?

স্ক্রিন: রেন্ডারে দেখা গিয়েছে, Xiaomi 13 Pro ফোনে যেমন কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছিল, তার থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে Xiaomi 14 Pro ফোনে দেওয়া হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন।

ডিজ়াইনে পুরুত্ব: Xiaomi 14 Pro ফোনের ডিজ়াইন নিয়েও জল্পনা চলছে। রেন্ডার থেকেই জানা গিয়েছে, এই ফোনের ডিজ়াইন Xiaomi-র অন্যান্য ফোনের তুলনায় আরও পুরু হতে চলেছে।

ক্যামেরা: এই ফোনের ক্যামেরাও অত্যন্ত চমৎকার হতে চলেছে। Xiaomi 14 Pro অত্যন্ত আপগ্রেডেড একটি ক্যামেরা সেন্সর পেতে চলেছে।

অন্যান্য পরিবর্তন: Xiaomi 14 Pro ফোনে দেওয়া হচ্ছে একটি 6.6 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে, যাতে 2.5D কার্ভড গ্লাস। সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পঞ্চ কাটআউটও দেওয়া হচ্ছে। আউটলেটের একটি রিপোর্ট অনুযায়ী, এই ফোনের ডাইমেনশন 161.6 x 75.3 x 8.7mm।

iPhone-এর প্রতিদ্বন্দ্বী: চারটি ক্যামেরা থাকছে ফোনটিতে। অতিরিক্ত সেন্সরের জায়গাতেও থাকতে পারে বড় চমক। সব মিলিয়ে এই ফোনে থাকতে পারে এমনই তাক লাগানো কিছু ফিচার ও স্পেসিফিকেশন, যা iPhone 14 ও iPhone 15 সিরিজ়ের ফোনগুলির যথার্থ অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বী হওয়ার দাবিদার।

Next Article