এতদিন ধরে Xiaomi-র ফোনগুলি যে অপারেটিং সিস্টেমের সাহায্যে চলত, সেটিকে বিদায় জানাল চিনা টেক জায়ান্টটি। 13 বছরের দীর্ঘ পথচলা শেষ হল MIUI-এর। এই বছরগুলোয় Xiaomi এবং MIUI যেন একপ্রকার সমার্থক হয়ে গিয়েছিল। চলতি বছরের মার্চ মাসেই Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টেমটির ঘোষণা করা হয় ভারতে। এই অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ফোন হল Xiaomi 13 Pro। বলা ভাল, এটাই প্রথম ফোন, যাতে MIUI 14 অপারেটিং সিস্টেম ছিল। সে যাই হোক না কেন! ব্র্যান্ডটি এবার MIUI অপারেটিং সিস্টেমকে চিরতরে বিদায় জানাতে চলেছে। তার পরিবর্তে ব্র্যান্ডটি একটি নতুন OS নিয়ে আসছে, যার নাম HyperOS। হ্যাঁ, এবারের Xiaomi, Redmi এবং POCO ফোনগুলিতে যে অপারেটিং সিস্টেম দেওয়া হবে, তার নাম HyperOS।
Xiaomi CEO লেই জুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নতুন সফটওয়্যার লঞ্চ করার ঘোষণা করেছিলেন। যদিও সফটওয়্যারের নাম ছাড়া তার থেকে বেশি কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে, Xiaomi 14 সিরিজ়ের ফোনগুলি দিয়েই HyperOS-এর পথচলা শুরু হবে।
HyperOS-এর ঘোষণা করেছেন Xiaomi সিইও লেই জুন
আসন্ন সফটওয়্যারের ঘোষণা করে Xiaomi সিইও লেই জুন টুইটারে লিখছেন, “আজ আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। বিগত কয়েক বছর ধরে কাজ করার পরে আমাদের নতুন অপারেটিং সিস্টেম #XiaomiHyperOS তার অফিসিয়াল ডেবিউ করতে চলেছে #Xiaomi14Series দিয়ে।”
কেমন হতে চলেছে শাওমির নতুন সফটওয়্যার, কী-কী ফিচার্স থাকতে পারে তাতে, আগের থেকে কতটা পরিবর্তন হতে চলেছে, এই সব তথ্য এখনও পর্যন্ত অধরা। তবে HyperOS সম্পর্কে সামান্য একটা ধারণা দিয়ে চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weiboতে একটি পোস্টে জুন যা লিখেছেন তার সারাংশ হল, দীর্ঘ দিন ধরে Android যে ভাবে বিবর্তিত হয়েছে তার উপরেই ভিত্তি করে, অন্তর্নিহিত আর্কিটেকচারকে পুনর্লিখন করে ইন্টারনেটের ভবিষ্যত ইন্টারনেট অফ থিংস ও সর্বোপরি ইন্টারনেট অফ এভরিথিংকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই তৈরি করা হয়েছে আধুনিক প্রজন্মের এই মোবাইল অপারেটিং সিস্টেম।
Xiaomi 14 সিরিজ়ে দেওয়া হবে HyperOS
Xiaomi 14 সিরিজ়ে থাকছে মোট দুটি মডেল। তার একটি হল Xiaomi 14 এবং অপরটি Xiaomi 14 Pro। ফোন দুটি কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে কোনও তথ্য না জানা গেলেও 24 অক্টোবর Snapdragon 8 Gen 3 প্রসেসর আসার পরেই এই সিরিজ়ের ফোনগুলির আগমন হবে। কিছু রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে, 11 নভেম্বর এই সিরিজ়ের ফোনগুলি লঞ্চ হতে পারে।