20,000 টাকা ছাড়ে Xiaomi 12 Pro এবং 4,500 টাকা ছাড়ে Redmi K50i, জনপ্রিয় দুই ফোনে দুর্দান্ত অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 21, 2023 | 11:11 PM

Xiaomi তার Summer Sale নিয়ে হাজির হয়েছে। এই সেলে একাধিক শাওমি মোবাইলে মিলবে আকর্ষণীয় ছাড়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অফার যে দুটি ফোনে মিলবে, সেই দুটি হল Xiaomi 12 Pro এবং Redmi K50i।

20,000 টাকা ছাড়ে Xiaomi 12 Pro এবং 4,500 টাকা ছাড়ে Redmi K50i, জনপ্রিয় দুই ফোনে দুর্দান্ত অফার
হাই-রেঞ্জের ফোন এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

Follow Us

Xiaomi Smartphone Offers: চিনা স্মার্টফোন জায়ান্ট Xiaomi সারা বিশ্বে তাদের নতুন Xiaomi 13 লাইন আপের পর্দা উন্মোচন করেছে। ফেব্রুয়ারিতেই ভারতে চলে আসে Xiaomi 13 Pro। এই লাইন-আপের সবথেকে দামি ফোনটি অর্থাৎ Xiaomi 13 Ultra মডেলটিও সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে, মে মাসে এই ফোনটি বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করে যাবে এই Ultra মডেলটি। যদিও ভারতে সে সময় লঞ্চ করবে কি না, সে বিষয়ে সংস্থাটি এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে Xiaomi তার Summer Sale নিয়ে হাজির হয়েছে। এই সেলে একাধিক শাওমি মোবাইলে মিলবে আকর্ষণীয় ছাড়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অফার যে দুটি ফোনে মিলবে, সেই দুটি হল Xiaomi 12 Pro এবং Redmi K50i। কত কম দামে এই ফোন দুটি আপনি পাবেন, কেনই বা কিনবেন, সেই সব কিছু দেখে নেওয়া যাক।

Xiaomi Summer Sale 2023: ছাড়, নতুন দাম

Xiaomi 12 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 62,999 টাকা দামে। কিন্তু এই Summer Sale-এ ফোনটির উপরে আপনি পেয়ে যাবেন 20,000 টাকার ছাড়। ফলে, সেলে Xiaomi 12 Pro আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 42,999 টাকায়। এদিকে আবার Redmi K50i ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 23,999 টাকা দামে। সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন 19,499 টাকায়। এই ছাড় আপনি Amazon থেকে পাবেন। পাশাপাশি mi.com, Mi Home এবং Mi রিটেল পার্টনারদের কাছ থেকেও অফারটি পাবেন।

Xiaomi 12 Pro: কেন কিনবেন?

এই স্মার্টফোনে রয়েছে একটি AMOLED ডিসপ্লে, যাতে পারফরম্যান্সের জন্য একটি স্ন্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রতিটি সেন্সরই 50MP। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে মেইন সেন্সর। বাকি দুটি সেন্সরের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং আর একটি টেলিফটো ইউনিট। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল কার্ডন টিউনড ডুয়াল স্পিকার সেটআপ। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Redmi K50i: কেন কিনবেন?

গেমিং ফোকাসড এই ডিভাইসে রয়েছে 6.6 ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz হার্ৎজ়। পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর। 5G সক্রিয় এই Redmi K50i ফোনের মোট তিনটি কালার অপশন রয়েছে- ফ্যান্টম ব্লু, কুইক সিলভার এবং স্টিলথ ব্ল্যাক। IP53 সার্টিফায়েড এই ফোনটি ইক্যুইপ করা রয়েছে IR সেন্সর এবং ডলবি অ্যাটমস টিউনড স্টিরিও স্পিকার্সের সাহায্যে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে রয়েছে 64MP প্রাইমারি সেন্সর এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং সংস্থাটি ফোনের বক্সের সঙ্গে একটি 27W PD সাপোর্ট চার্জারও দিচ্ছে।

Next Article