Redmi Mobiles OFFER: দেখতে-দেখতে নবম বর্ষে পদার্পণ করল Xiaomi। সেই উপলক্ষ্যে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি তাদের একাধিক ফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে ‘Xiaomi Turns 9’ সেল। 6 জুলাই থেকে শুরু হয়ে এই সেল চলবে 9 জুলাই পর্যন্ত। অর্থাৎ চার দিনের এই সেলের আজই শেষ দিন। রাত 12টা পর্যন্ত সেলটি চালু আছে। এই সেলে আপনি তিনটি Redmi ফোনে দুর্দান্ত ছাড় পাবেন। সেই ফোন তিনটি হল Redmi 12C, Redmi Note 12 5G এবং Redmi Note 12 Pro 5G। এই তিনটি ফোনে কী-কী অফার পাবেন, এদের ফিচার ও স্পেসিফিকেশনই বা কীরকম, সেই সব তথ্য জেনে নিন।
1) Redmi 12C: অফার ও স্পেসিফিকেশন
এমনিতে এই ফোনের দাম 13,999 টাকা। কিন্তু শাওমির সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন মাত্র 7,899 টাকা। তারপরেও আপনি যখন চেকআউট করবেন, তখন আরও অতিরিক্ত 600 টাকা ছাড় পেয়ে যাবেন। দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে এই ফোনের। Redmi 12C ফোনটিতে রয়েছে একটি 6.71 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, 60Hz রিফ্রেশ রেট এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 6GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনের।
2) Redmi Note 12 5G: অফার ও স্পেসিফিকেশন
বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই ফোনের দাম 21,999 টাকা। তবে Xiaomi Turns 9 সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন মাত্র 14,999 টাকায়। তার উপরে আবার থাকছে এক্সচেঞ্জ বোনাস হিসেবে 2,000 টাকার অতিরিক্ত ছাড়। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 12,999 টাকা। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ডিসপ্লে, যা 1200 nits ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। 48MP AI ট্রিপল ক্যামেরা রয়েছে ফোনটিতে।
3) Redmi Note 12 Pro 5G: অফার ও স্পেসিফিকেশন
কাস্টমাররা এই সেলে Redmi Note 12 Pro 5G ফোনটি 27,999 টাকার পরিবর্তে মাত্র 20,499 টাকায় ক্রয় করতে পারবেন। তার উপরে আবার এক্সচেঞ্জ বোনাস হিসেবে থাকছে 3,500 টাকার অতিরিক্ত ছাড়। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 16,999 টাকা। এই ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে একটি MediaTek Dimensity 1080 প্রসেসর। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।