₹27,999 দামের এই Realme ফোন Flipkart-এ মাত্র 999 টাকায়, এখন না কিনলে আর কখন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 13, 2023 | 11:13 AM

Flipkart Smartphone Exchange Deals: এমনিতে আপনি সেই ফোনটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে প্রায় 28,000 টাকা। কিন্তু Flipkart সেই ফোনই আপনার হাতে তুলে দেবে মাত্র 1,000 টাকায়। কীভাবে তা সম্ভব, এখনই জেনে নিন।

₹27,999 দামের এই Realme ফোন Flipkart-এ মাত্র 999 টাকায়, এখন না কিনলে আর কখন?
ব্যাপক ছাড়ে জনপ্রিয় Realme ফোন।

Follow Us

Realme, এই মুহূর্তে ভারতের জনপ্রিয়তম স্মার্টফোন ব্র্যান্ডগুলির একটি। বহু মানুষ রিয়েলমির ফোন ব্যবহার করেন। প্রথমত, সংস্থার ফোনগুলির দাম হয় বেশ কম। দ্বিতীয়ত, অল্প দামের সেই ফোনগুলি ভাল পারফর্মও করতে পারে। এহেন ব্র্যান্ড Realme-র একটি ফোনই এবার Flipkart-এ খুব কম দামে পাওয়া যাচ্ছে। সেই ফোনের দাম বেশ চড়া। এমনিতে আপনি সেই ফোনটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে প্রায় 28,000 টাকা। কিন্তু Flipkart সেই ফোনই আপনার হাতে তুলে দেবে মাত্র 1,000 টাকায়। সেই ফোনের নাম কী, কীভাবেই বা আপনি এত কম দামে ফোনটি ক্রয় করতে পারবেন, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Flipkart-এ ব্যাপক ছাড়ে Realme 10 Pro Plus 5G

যে ফোনে আপনি ডিসকাউন্টটি পাবেন, সেটি হল Realme 10 Pro Plus 5G। এমনিতে এই ফোনের দাম 27,999 টাকা। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে Flipkart আপনাকে 7 শতাংশ ছাড় দিচ্ছে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 25,999 টাকা। তবে এত দাম দিয়ে ফোন কেনা অনেকের কাছেই সমস্যার। তাই, যাঁরা আরও অফারের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য রয়েছে চমক।

Realme 10 Pro Plus 5G ফোনে এক্সচেঞ্জ অফার

ফোনের দাম আপনার জন্য এখন 25,999 টাকা হয়ে গিয়েছে। এর পরেও আপনার জন্য থাকছে সবথেকে আকর্ষণীয় অফারটি। তা হল এক্সচেঞ্জ বোনাস। আপনার পুরনো ফোনটা বদলে নিজেকে আপগ্রেড করিয়ে নিতে পারেন একটা নতুন Realme 10 Pro Plus 5G দিয়ে। Flipkart সেই এক্সচেঞ্জ অফারে আপনাকে 25,000 টাকা পর্যন্ত ছাড় দেবে। ফলে, মাত্র 999 টাকা খরচ করে আপনি বাড়ি নিয়ে আসতে পারেন Realme 10 Pro Plus 5G।

তবে, এই এক্সচেঞ্জ ডিলের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে গেলে যে ফোনটা আপনি বদলাচ্ছেন তার পরিস্থিতিও অত্যন্ত ভাল হতে হবে। ফোনের স্ক্রিনে বা বডিতে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, সর্বোপরি ফোনটা যেন অক্ষত অবস্থায় থাকে, সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে।

Realme 10 Pro Plus 5G: ফোনের বিশেষত্ব কী?

1) এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির একটি AMOLED স্ক্রিন। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

3) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটিতে 108MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

4) সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 13 অপারেটিং সিস্টেম। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article