মাত্র 9,999 টাকায় Moto G34 5G এসে গেল ভারতে, Jio গ্রাহকদের জন্য 4,500 টাকা ছাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 10, 2024 | 1:00 PM

Moto G34 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এক্কেবারে বেস অর্থাৎ 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং হাই-এন্ড 8GB+128GB স্টোরেজ ভার্সনের দাম 10,999 টাকা। চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং ওশিয়ান গ্রিন এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। 17 জানুয়ারি থেকে এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হবে।

মাত্র 9,999 টাকায় Moto G34 5G এসে গেল ভারতে, Jio গ্রাহকদের জন্য 4,500 টাকা ছাড়
দুরন্ত ফোন নিয়ে এল মোটোরোলা।

Follow Us

Motorola দেশের বাজারে একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। সেই ফোনের নাম Moto G34 5G। স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের দিক থেকে ফোনটি সেরা। ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে একটি হল তার প্রসেসর। স্ন্যাপড্রাগন 695 চিপসেট থাকার ফলে ফোনটি সামগ্রিক ভাবে ব্যবহারকারীর অভিজ্ঞতা মজবুত করবে। এই ফোনের সঙ্গে আবার Jio অফারও দেওয়া হচ্ছে, যেখানে 4,500 টাকা পর্যন্ত বেনিফিট পেয়ে যাবেন কাস্টমাররা।

Moto G34 5G: কত দাম

Moto G34 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এক্কেবারে বেস অর্থাৎ 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং হাই-এন্ড 8GB+128GB স্টোরেজ ভার্সনের দাম 10,999 টাকা। চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং ওশিয়ান গ্রিন এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। 17 জানুয়ারি থেকে এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হবে।

সস্তার ফোনে বাম্পার Jio অফার

এই ডিভাইসটি ক্রয় করলে Jio ব্যবহারকারীরা 4500 টাকার বেনিফিট পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে 2,000 টাকার রিচার্জ ভাউচার (50 টাকার মোট 40টি ভাউচার)। 399 টাকার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে এই ভাউচারগুলি কাজে লাগবে। আবার থাকছে AJio থেকে 2500 টাকা শপিংয়ে 500 টাকার ডিসকাউন্ট। নেটমেডস্ ওয়ালেট ক্যাশও পেয়ে যাবেন কাস্টমাররা, যার দৌলতে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মোটা টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

Moto G34 5G: ফিচার ও স্পেসিফিকেশন

Moto G34 5G ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে, যা HD+ রেজ়োলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে পারে। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240Hz। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে পান্ডা গ্লাস।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মোটোরোলা এই ফোনের সঙ্গে এক বছরের ওএস আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

Next Article