মঙ্গলবারই ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা ‘জি’ সিরিজের নতুন দু’টি স্মার্টফোন মোটো জি৬০ এবং মোটো জি৪০ ফিউশন। একনজরে দেখে নেওয়া যাক এই দু’টি ফোনের বিভিন্ন ফিচার।
মোটো জি৬০- এর বিভিন্ন ফিচার
১। এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১। এই ফোনের ডিসপ্লে ৬.৮ ইঞ্চির এবং ফুল এইচডি প্লাস। রিফ্রেশ রেট 120Hz। এছাড়াও এই ফোনে রয়েছে HDR10 সাপোর্ট।
২। মোটো জি৬০ মডেলে রয়েছে octa-core Qualcomm Snapdragon 732G SoC প্রসেসর। ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেক ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোন। তবে স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট (১টিবি পর্যন্ত)।
৩। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং এলইডি ফ্ল্যাশ। সেই সঙ্গে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৪। এই ফোনের ব্যাটারি 6,000mAh। সেই সঙ্গে রয়েছে ২০ TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং থিঙ্কশিল্ড সিকিউরিটি পোর্টফোলিও। কানেকটিভি অপশনে রয়েছে বুলুটুথ ৫.০, টাইপ সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক, ওয়াই-ফাই 802.11 ac এবং NFC।
মোটো জি৪০ ফিউশন- এর ফিচার
১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ ভার্সান এবং ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনেও রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10 সাপোর্ট।
২। মোটো জি৪০ ফিউশন ফোনেও রয়েছে octa-core Qualcomm Snapdragon 732G SoC প্রসেসর। এই ফোনও পাওয়া যাচ্ছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল মোটো জি৬০ এবং মোটো জি৪০ ফিউশন, কত দাম এই দু’টি ফোনের?
৩। মোটো জি৬০- র মতো মোটো জি৪০ ফিউশন মডেলেও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার।
৪। ব্যাটারি এবং কানেকটিভি অপশনে মোটো জি৬০ এবং মোটো জি৪০ ফিউশন মডেলের কোনও পার্থক্য নেই।