ভারতে লঞ্চ হল মোটো জি৬০ এবং মোটো জি৪০ ফিউশন, কত দাম এই দু’টি ফোনের?
মোটো জি৬০- র মতো এই ফোনও ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যাম্পেন--- এই দুটো রঙে পাওয়া যাবে।
মোটোরোলা ‘জি’ সিরিজের দু’টি নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। মঙ্গলবার দেশে লঞ্চ হয়েছে মোটো জি৬০ এবং মোটো জি ৪০ ফিউশন। এই দুটো স্মার্টফোনই ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন ক্রেতারা। দু’টি ফোনেই রয়েছে Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর দুটো ফোনেরই ব্যাটারি ৬০০০ mAh ব্যাটারি। জানা গিয়েছে, মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন দু’টি মডেলেই রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ডিসপ্লের উপরের দিকের অংশে মাঝ বরাবর রয়েছে হোল-পাঞ্চ কাট। সেখানেই রয়েছে সেলফি ক্যামেরা। মোটো জি৬০ ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর জি৪০ ফিউশন ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। দু’টি ফোনের সেলফি ক্যামেরার সেনসরের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে।
ভারতে এই ফোনের দাম-
মোট জি৬০ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যাম্পেন— এই দুটো রঙে পাওয়া যাবে এই ফোন। ২৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে এই ফোনের উপর সেল শুরু হবে। সেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোন কিনলে ইনস্ট্যান্ট ১৫০০ টাকা ছাড় রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে পোকো এম২ রিলোডেড, জেনে নিন এই ফোনের সম্ভাব্য ফিচার
অন্যদিকে, মোটো জি৪০ ফিউশন মডেলের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। মোটো জি৬০- র মতো এই ফোনও ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যাম্পেন— এই দুটো রঙে পাওয়া যাবে। পয়লা মে থেকে ফ্লিপকার্টে এই ফোনের উপর অফার শুরু হবে। সেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন।