RoomGPT: এবার কয়েক সেকেন্ডে আপনার ঘর সাজাবে AI, সম্পূর্ণ বিনামূল্যে হাজির RoomGPT

RoomGPT Explained: হালফিলে যেখানে ChatGPT-র ব্যাপক রমরমা, AI Chatbotটি যেখানে সহ কাজ করতে পারে, আপনার ঘর সাজাতে পারবে না সে? হ্যাঁ, সে আপনার ঘরও সাজিয়ে দিতে পারবে মাত্র কয়েক সেকেন্ডে। কীভাবে তা সম্ভব, আসুন দেখে নেওয়া যাক।

RoomGPT: এবার কয়েক সেকেন্ডে আপনার ঘর সাজাবে AI, সম্পূর্ণ বিনামূল্যে হাজির RoomGPT
নিমেষে আপনার ঘরের ভোল বদলে দেবে RoomGPT।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 21, 2023 | 1:09 PM

RoomGPT: ঘর সাজানো মানে এক বিরাট সৃজনশীলতা। আপনার ঘরণীর ভিতরেও যে একটা ইন্টিরিয়র ডিজ়াইনার লুকিয়ে থাকে, তাঁর সন্ধান মেলে আপনার ঘরটা সাজানোর সময়েই। আপনি যদি সদ্য নতুন বাড়িতে শিফ্ট করেন এবং তার অন্দরসজ্জার চিন্তাভাবনা করেন, তাহলে অনেক কিছু নিয়েই আপনাকে ভাবতে হবে। ঘরের জন্য একটা যথাযথ থিম, রং এবং সর্বোপরি ডেকোর আইডিয়া। কিন্তু আপনার ঘরটা যদি কয়েক সেকেন্ডের মধ্যেই প্রযুক্তি সাজিয়ে দেয়, তাহলে কেমন হয় বলুন তো! হালফিলে যেখানে ChatGPT-র ব্যাপক রমরমা, AI Chatbotটি যেখানে সহ কাজ করতে পারে, আপনার ঘর সাজাতে পারবে না সে? হ্যাঁ, সে আপনার ঘরও সাজিয়ে দিতে পারবে মাত্র কয়েক সেকেন্ডে। কীভাবে তা সম্ভব, আসুন দেখে নেওয়া যাক।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আগে যে কাজগুলো খুব জটিল এবং সময়সাপেক্ষ ছিল তাই এখন জলের মতো সহজ হয়ে গিয়েছে। জটিল কাজগুলি করা আরও সহজ হয়েছে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাভাবনার স্তরকে অন্য মাত্রা দিয়েছে। এখন একটা ঘর সাজানোর নকশাটা তৈরি করতেই মানুষকে কতটা কাঠখড় পোড়াতে হয়, ভেবে দেখুন না একবার। সেই কাজটাই যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক সেকেন্ডে করে দেয়, তাহলে কতটা সুবিধা হয় বলুন তো!

RoomGPT: কী এই অ্যাপ, কীভাবেই বা ঘর সাজায়?

সম্প্রতি RoomGPT নামক একটি নতুন AI অ্যাপ্লিকেশন রিলিজ় করেছে, যা খুব দ্রুততার সঙ্গে যে কোনও জায়গাকে রিডিজ়াইন করতে পারে। ঘর বা যে কোনও স্পেস সাজানোর জন্য এই AI টুলটি ডেভেলপ করেছেন হাসান এল মঘারি নামের এক ব্যক্তি। টুইটারে তিনি দাবি করেছেন, এই অ্যাপ্লিকেশনটি ‘100% বিনামূল্যের এবং ওপেন সোর্স।’ RoomGPT-র ব্যবহারকারীরা তাঁদের ঘরের ছবি তুলে এই অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারবেন। তারপর AI অ্যাপটিই সেই ঘরের একটি নতুন ভার্সন তৈরি করবে।


RoomGPT: কোন কোন ঘর ও কী-কী থিম বাছতে পারবেন?

যেমনটা আমরা আগেই বললাম, RoomGPT অ্যাপের সাহায্যে আপনার ঘর সাজাতে গেলে প্রথমে অ্যাপে আপনার ঘরের ছবি তুলে পোস্ট করতে হবে। তারপর সেখান থেকে আপনি বিভিন্ন থিম বেছে নিতে পারেন। তার মধ্যে রয়েছে মডার্ন, নিউট্রাল, মনোক্রোম্যাটিক, কমপ্লিমেন্টারি, অ্যানালগ, ওয়ার্ম, কুল, প্যাস্টেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর্দি, ভিন্টেজ, মিনিমালিস্ট, স্ক্যান্ডিনাভিয়ান এবং বোহেমিয়ান। এই প্রতিটি থিমের মধ্যে থেকে যে কোনও একটি নিয়ে আপনি আপনার ঘরের ভোল বদলে দিতে পারেন। পাশাপাশি, বেছে নিতে পারেন কোন ঘরের জন্য আপনি AI মেকওভার দেবেন, সেই ঘরটা। তা সে লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, বাথরুম, অফিস, কিচেন, গেমিং রুম, গেস্ট রুম, লন্ড্রি রুম এবং হোম থিয়েটার পর্যন্ত হতে পারে।

RoomGPT: কীভাবে ব্যবহার করবেন?

1) তার জন্য আপনাকে roomgpt.io-তে যেতে হবে।

2) রুম ক্রিয়েট করার জন্য ‘জেনারেট ইওর ড্রিম রুম’ অপশনে ক্লিক করতে হবে।

3) আপনার পছন্দ অনুযায়ী রুমের মোটিফ বেছে নিন।

4) তারপর সিদ্ধান্ত নিন, কোন ধরনের রুম আপনি তৈরি করতে চান।

5) যে ঘর বা স্পেসটি রিমডেল করতে চান, তার ছবি আপলোড করে দিন।

6) কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে হাজির হবে রিডিজ়াইন করা ঘরটি।