Insta DP Enlarge: সুখবর! এবার Instagram-এ অন্যের DP বড় করে দেখা যাবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 25, 2023 | 11:06 PM

DP Enlarge On Instagram: এবার ইনস্টাগ্রামে আপনি অন্যের প্রোফাইল পিকচার বড় করে দেখতে পারবেন। না, কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যে নয়। সরাসরি ইনস্টাগ্রামই আপনাকে এই সুযোগ দেবে।

Insta DP Enlarge: সুখবর! এবার Instagram-এ অন্যের DP বড় করে দেখা যাবে
সরাসরি ইনস্টা ডিপি বড় করে দেখতে পারবেন।

Follow Us

Instagram News: প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই নিজের এবং অন্যের প্রোফাইলের ছবিটা ফুল সাইজ়ে দেখা যায়। কিন্তু, Instagram-এ তেমনটা সম্ভব নয়। সেই দিক থেকে দেখতে গেলে ইনস্টাগ্রামে অনেকটাই প্রোটেক্টিভ। একটাই অ্যাপ রয়েছে, যা নিজের বা অন্য কারও DP-র জাস্ট ছোট্ট একটা ঝলক দেখতে দেয়, যার নাম Instagram। তবে একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি অন্যদের Insta DP ফুল সাইজ়েই দেখতে পাবেন। কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব একটা সন্তুষ্ট নন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

এবার Instagram-ই তার ব্যবহারকারীদের সরাসরি এই বন্দোবস্ত করে দিতে চলেছে, যেখানে অন্যের Insta DP-তে একবার ট্যাপ করলেই সেটি বড় করা যাবে। প্রোফাইল পিকচারে ট্যাপ করলে এবার তার একটি বড় সংস্করণ দেখা যাবে, সেখানে একটি সার্কুলার পপ-আপও দেখানো হবে।

আপনি যাঁকে ফলো করেন, আর যাঁকে ফলো করেন না, দুজনেরই Instagram DP বড় করে দেখতে পারবেন। তবে যাঁরা Insta Stories আপলোড করেছেন, তাঁদের DP দেখতে গেলে লং প্রেস করতে হবে। এই ফিচারটি এখনই চালু করা হয়েছে। এখন আপনি যদি আপনার ইনস্টা ডিপি কাউকে বড় করে দেখাতে না চান, তাহলে তা কিন্তু আর ডিসেবল করতে পারবেন না।

হালফিলে একাধিক নতুন ফিচার যোগ করছে Instagram। আরও নতুন একাধিক ফিচার যোগ করতে চলেছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি ইনস্টাগ্রামে রিপ্লাই এবং কমেন্ট সেকশনেও GIF পাঠানোর অপশন যুক্ত করা হয়েছে। তারও কয়েক দিন আগে গত জানুয়ারিতে প্ল্যাটফর্মটি Quiet Mode এবং Not Interested Mode নামক দুটি বৈশিষ্ট্য যোগ করেছিল, যা ইউজ়ারদের ফ্রেন্ডস এবং ফলোয়ার্স নিয়ে একটা বাউন্ডারি সেট করতে দেবে।