AI News Anchor: ওড়িশায় এবার খবর পড়বে AI সঞ্চালিকা, ওড়িয়া ভাষাতেই দিনরাত ব্রেকিং নিউজ় দেবে লিসা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 10, 2023 | 12:23 PM

AI News Anchor Lisa Odisha: ওড়িশার একটি বেসরকারি চ্যানেল তাদের AI-চালিত নিউজ় অ্যাঙ্কর বা সঞ্চালিকার সঙ্গে দর্শকদের পরিচয় করাল। সেই AI নিউজ় অ্যাঙ্করের নাম লিসা। খবর পড়ার সময় কম্পিউটার জেনারেটেড মডেল লিসার পরনে ছিল ওড়িশার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি।

AI News Anchor: ওড়িশায় এবার খবর পড়বে AI সঞ্চালিকা, ওড়িয়া ভাষাতেই দিনরাত ব্রেকিং নিউজ় দেবে লিসা
ওড়িয়া ভাষায় দেশের প্রথম খবর সঞ্চালিকা লিসা।

Follow Us

AI বিপ্লবের দিকে একধাপ এগিয়ে গেল বাংলার পড়শি রাজ্য ওড়িশা। রবিবার নবীন পট্টনায়েকের রাজ্যের একটি বেসরকারি চ্যানেল তাদের AI-চালিত নিউজ় অ্যাঙ্কর বা সঞ্চালিকার সঙ্গে দর্শকদের পরিচয় করাল। সেই AI নিউজ় অ্যাঙ্করের নাম লিসা। খবর পড়ার সময় কম্পিউটার জেনারেটেড মডেল লিসার পরনে ছিল ওড়িশার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি। লিসাকে এমন ভাবেই প্রোগ্রাম করা হয়েছে, যাতে সে ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই খবর পড়তে পারে। ওই নিউজ় চ্যানেলের নেটওয়ার্ক তথা OTV Network এর তরফে বলা হয়েছে, তাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম দুই জায়গাতেই খবর পড়বে লিসা।

তবে শুধুই ওড়িয়া বা ইংরেজি নয়। লিসার আরও একাধিক ভাষায় কথা বলতে পারে। এই মুহূর্তে তার ফোকাস হল, কেবল ওড়িয়া এবং ইংরেজিতেই খবর পড়া। ওড়িশার টেলিভিশন সাংবাদিকতায় লিসার আগমন আসলে সাংবাদিকতার জগতেও কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনকেই একটা উল্লেখযোগ্য মাইলফলক বলে চিহ্নিত করছে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ওটিভি নেটওয়ার্কের তরফে বলা হয়েছে, “আগামী দিনে লিসাকে ওড়িয়া ভাষায় আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও লিসাকে খুঁজে পেতে পারেন এবং তাকে ফলোও করতে পারেন।”


AI নিউজ় অ্যাঙ্কর

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত অ্যাঙ্কররা আসলে কম্পিউটার-জেনারেটেড মডেল, যারা ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) ব্যবহার করে। এই ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কারণেই তাদের মুখের কথা রক্তমাংসে গড়া মানুষের মতো হয়ে ওঠে। ঠিক সেরকমই ভাবেই আবার মানুষের মতো মুখের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে ডিপ লার্নিং ব্যবহার করে লিসার মতো এই এআই নির্ভর মডেলরা। এক্কেবারে নির্ভুল ভাবে এবং আবেগের সঙ্গেই তারা সংবাদ পরিবেশন করতে সক্ষম।

AI নিউজ়় অ্যাঙ্করের ক্ষমতা

কিছু-কিছু AI নিউজ়় অ্যাঙ্কর এতটাই ক্ষমতাবান হয় যে, তাঁরা দর্শকদের সঙ্গে রিয়্যাল টাইম ভিত্তিতে কথাবার্তা বলতে পারে, তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে, সংবাদ পরিবেশনার চিরাচরিত প্রথায় এই এআই নিউজ় অ্যাঙ্কররা বিপ্লব ঘটাতে পারে। তারা 24/7 ব্রেকিং নিউজ় কভারেজ করতে পারে এবং পৃথক-পৃথক দর্শকের জন্য সেগুলি পার্সোনালাইজ়ও করতে পারে।

যদিও, AI নিউজ়় অ্যাঙ্করদের ভুল তথ্য প্রচারের জন্য ব্যবহার করারও প্রভূত সম্ভাবনা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞ মহলে।

Next Article