32MP ক্যামেরা দিয়ে জোড়া ফোন লঞ্চ করল Oppo, এত কম দাম দেখে অর্ডারের হিড়িক
Oppo Reno 11 Price: Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro লঞ্চ করল কোম্পানিটি। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন দু'টি কিনতে পারবেন। Oppo Reno 11-এর বিক্রি 25 জানুয়ারি থেকে শুরু হবে। তবে আপনি এখনই প্রি-অর্ডার করতে পারেন।

চিনা কোম্পানি Oppo নতুন বছরের শুরুতেই Oppo Reno 11 সিরিজের অধীনে তাদের দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যদিও এই Oppo Reno সিরিজের স্মার্টফোনগুলি বাজারে বিরাট জনপ্রিয়। আর সেই বাজারকে ধরে রাখতেই নতুন বছরে Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro লঞ্চ করল কোম্পানিটি। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন দু’টি কিনতে পারবেন। Oppo Reno 11-এর বিক্রি 25 জানুয়ারি থেকে শুরু হবে। তবে আপনি এখনই প্রি-অর্ডার করতে পারেন। 18 জানুয়ারি থেকে Oppo Reno 11 Pro বিক্রি শুরু হবে। জেনে নিন ফোন দু’টির দাম কত রাখা হয়েছে।
Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro-এর দাম:
কোম্পানি 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ এই 2 স্টোরেজ ভ্যারিয়েন্টে Oppo Reno 11 লঞ্চ করেছে। ফোনগুলির দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা। কোম্পানি 12/512GB ভ্যারিয়েন্টে Oppo Reno 11 Pro লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে 39,999 টাকা। ফোনটি বাজারে আসতেই তাতে অফার দেওয়া হচ্ছে। এি ফোনে কোম্পানিটি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও দিচ্ছে। আপনি ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে স্মার্টফোন কিনলে, Oppo Reno 11 Pro-তে 3,000 টাকা এবং বেস মডেলে 1,500 টাকা ছাড় পাবেন। এছাড়াও কোম্পানিটি 2,000 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

নতুন দুই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
Oppo Reno 11-এ রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। দু’টি মডেলেই একই ধরনের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই সিরিজে আপনি 50+8+32MP ক্যামেরা সেটআপ এবং সামনে 32MP ক্যামেরা পাবেন। বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর দেওয়া হয়েছে। আর প্রো মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 SoC রয়েছে। বেস মডেল অর্থাৎ Oppo Reno 11-এ আপনি 67 ওয়াট সহ একটি 5000 mAh ব্যাটারি পাবেন এবং শীর্ষ মডেল অর্থাৎ Oppo Reno 11 Pro-তে আপনি 80 ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি 4600 mAh ব্যাটারি পাবেন।
