UPI Lite এসে গেল, PhonePe থেকে টাকা পাঠাতে আর PIN লাগবে না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 05, 2023 | 3:37 PM

PhonePe দাবি করছে, তাদের অ্যাপের নতুন UPI Lite ফিচারটি ডিভাইসের UPI Lite অ্যাকাউন্টের ব্যালান্স ব্যবহার করবে। লেনদেনের জন্য ব্যাঙ্কের রিয়্যাল টাইম সিস্টেম কাজে লাগানো হয় না। এর ফলে ট্রানজ়াকশন আরও দ্রুত হয় এবং অন্যান্য UPI ট্রানজ়াকশনের থেকে মসৃণ ভাবেও সম্পন্ন হয়।

UPI Lite এসে গেল, PhonePe থেকে টাকা পাঠাতে আর PIN লাগবে না
UPI Lite এবার PhonePe-র জন্য চালু করা হল।

Follow Us

PhonePe এবার তার অ্যাপে UPI Lite নামক একটি নতুন ফিচার যোগ করেছে। গত সেপ্টেম্বরেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমটি লঞ্চ করা হয়। UPI Lite ফিচারের সাহায্যে ছোট্ট ছোট্ট লেনদেন খুব সহজে এবং দ্রুততার সঙ্গে করতে পারবেন ব্যবহারকারীরা। এখান থেকে এক ক্লিকেই ইউজাররা 200 টাকা পর্যন্ত পাঠাতে পারেন, যার জন্য পিনও দিতে হবে না। PhonePe-র তরফ থেকে বলা হয়েছে, ভুল আর্থিক লেনদেন এবং লেনদেনে ব্যর্থতার হার কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দু’মাস আগে Paytm-ও এই ফিচার রোল আউট করেছিল।

PhonePe দাবি করছে, তাদের অ্যাপের নতুন UPI Lite ফিচারটি ডিভাইসের UPI Lite অ্যাকাউন্টের ব্যালান্স ব্যবহার করবে। লেনদেনের জন্য ব্যাঙ্কের রিয়্যাল টাইম সিস্টেম কাজে লাগানো হয় না। এর ফলে ট্রানজ়াকশন আরও দ্রুত হয় এবং অন্যান্য UPI ট্রানজ়াকশনের থেকে মসৃণ ভাবেও সম্পন্ন হয়।

কোম্পানির তরফ থেকে আরও বলা হচ্ছে, ইউজাররা PhonePe-তে UPI Lite থেকে টাকা পাঠাতে পারেন যে কোনও প্রান্তে UPI মারচেন্ট বা QR কোডে। দেশের বেশির ভাগ নামজাদা ব্যাঙ্কই সাপোর্ট করবে এই পরিষেবা। এই ফিচারের সাহায্য নিয়ে ডিভাইসের UPI Lite-এ থাকা ব্যালান্স কাজে লাগিয়ে মুদিদ্রব্য কেনাকাটি থেকে শুরু করে একাধিক জরুরি কাজে ছোট্ট-ছোট্ট পেমেন্টের কাজে লাগানো যাবে।

PhonePe UPI Lite অ্যাক্টিভেট করবেন কীভাবে?

UPI Lite অ্যাক্টিভেট করতে ফোনপে ব্যবহারকারীদের কোনও KYC অথেন্টিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে না। কীভাবে অ্যাক্টিভেট করবেন, সেই পদ্ধতিগুলি জেনে নিন।

* প্রথমে ফোনপে অ্যাকাউন্টটি খুলুন।

* হোম স্ক্রিন থেকে UPI Lite অপশনে ট্যাপ করে সেটিকে সক্রিয় করুন।

* এবার যত টাকা আপনি পাঠাতে চান, তা UPI Lite-এ দিয়ে দিন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।

* সবশেষে UPI Pin দিলেই আপনার UPI Lite অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে।

কত টাকা পর্যন্ত নেওয়া যাবে?

ইউজাররা তাঁদের ফোনপে-র UPI Lite অ্যাকাউন্টে 2,000 টাকা পর্যন্ত লোড করতে পারবেন। সেখান থেকে একবারে 200 টাকা বা তার কমই পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। তাঁরা তাঁদের ব্যাঙ্ক থেকে প্রতিদিন একটা করে SMS পেতে থাকবেন UPI ট্রানজ়াকশন হিস্ট্রি সমেত।

Next Article