কবে আসছে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’, কীভাবে ডাউনলোড করবেন, থাকছে কী কী ফিচার

Dec 09, 2020 | 10:53 PM

পাবজি কর্পোরেশন নতুন গেম লঞ্চ করার পরই তা ব্যবহার করা যাবে অ্যানড্রয়েড এবং আইওএস ভারসানে।

কবে আসছে পাবজি মোবাইল ইন্ডিয়া, কীভাবে ডাউনলোড করবেন, থাকছে কী কী ফিচার
ভারতে আসছে পাবজি

Follow Us

ভারতে ফিরছে পাবজি মোবাইল ইন্ডিয়া। কিন্তু কবে ফিরছে জনপ্রিয় এই গেম? লাখ টাকার এই প্রশ্নই এখন ঘুরছে গেমারদের মনে। পাবজি কর্পোরেশনের তরফে অবশ্য আনুষ্ঠানিক ভাবে গেম লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে আসছে পাবজি মোবাইল ইন্ডিয়া।

প্রসঙ্গত, গত নভেম্বরেই সুখবর শুনিয়েছিল পাবজি কর্পোরেশন। তারা জানিয়েছিল যে ভারতে ফিরছে পাবজি। অন্যদিকে আর একটি গেম FAU-G-র প্রি-রেজিস্ট্রেশন চালু হয়ে গিয়েছে। এছাড়াও ‘কল অফ ডিউটি’, ‘ফোর্টনাইট’, ‘ফ্রি ফায়ার’ এইসব অত্যাধুনিক মোবাইল গেমও ভারতে আসছে। ফলে পাবজি কর্পোরেশনের উপর ধীরে ধীরে চাপ বাড়ছে। তাই অল্পদিনের মধ্যেই ভারতের বাজারে নতুন রূপে পাবজি লঞ্চ করবে বলে মনে করছেন গেমপ্রেমীদের একটা বড় অংশ। তবে যখনই পাবজির-র নতুন গেম ভারতে আসুক না কেন বাকি গেমগুলির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর হবে।

আরও পড়ুন- পর্নহাব থেকে আর ডাউনলোড করা যাবে না ভিডিও, নিয়মে বদল আনছে সংস্থা

পাবজি কর্পোরেশন নতুন গেম লঞ্চ করার পরই তা ব্যবহার করা যাবে অ্যানড্রয়েড এবং আইওএস ভারসানে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই গেম। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা পাবজি মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন।

পাবজি কর্পোরেশন জানিয়েছে, বিশ্বব্যাপী এই গেমের যে ভারসান চালু রয়েছে তার থেকে পাবজি মোবাইল ইন্ডিয়ার ফিচারগুলো সামান্য আলাদা। পাবজি মোবাইল ইন্ডিয়ার চরিত্রদের জামাকাপড় পূর্ব নির্ধারিত থাকবে। গেমারদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। ‘হিট এফেক্ট’ বা ‘ড্যামেজ এফেক্ট’-এর ক্ষেত্রে গেমাররা কোনও রঙ বেছে নিতে পারবেন না। এ জাতীয় কোনও অপশন থাকবে না।

জানা গিয়েছে, পাবজি কর্পোরেশন সম্প্রতি ‘পাবজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ বলে একটি কোম্পানি রেজিস্টার করেছে। ভারতে একটি রিজিওনাল অফিসও তৈরি করতে চায় কর্তৃপক্ষ। ‘মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স’-এর নথিভুক্ত হয়েছে পাবজির নতুন কোম্পানি। অতএব বোঝাই যাচ্ছে ভারতে নতুন করে পাবজি লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

Next Article