AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে রিয়েলমি ৮ সিরিজ, ভারতে লঞ্চ কবে? দাম কত হতে পারে এই ফোনের

শোনা যাচ্ছে, রিয়েলমি ৮ প্রো- এর দাম হতে পারে ২৫ হাজার টাকার আশেপাশে। আর রিয়েলমি ৮- এর দাম থাকতে পারে ১৫ হাজার টাকার আশেপাশে।

আসছে রিয়েলমি ৮ সিরিজ, ভারতে লঞ্চ কবে? দাম কত হতে পারে এই ফোনের
সূত্রের খবর, রিয়েলমি ৮ প্রো মডেলে ৫জি পরিষেবা এবং রিয়েলমি ৮- এ ৪জি পরিষেবা থাকতে পারে।
| Updated on: Mar 22, 2021 | 5:12 PM
Share

রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো, এই দু’টি স্মার্টফোন হতে চলেছে ভারতে। অনুমান করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহের শুরুর দিকে লঞ্চ হবে রিয়েলমির এই দু’টি মডেল। আগামী ২৪ মার্চ এই দু’টি ফোনের গ্লোবাল লঞ্চ হবে। শোনা গিয়েছে, রিয়েলমি ৮ প্রো মডেলে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো লঞ্চ ইভেন্ট, সেল-

আগামী ২৪ মার্চ সন্ধে সাড়ে সাতটায় লঞ্চ হবে রিয়েলমির এই দু’টি ফোন। এপ্রিল মাসে সেল শুরু হবে এই ফোনের উপর। রিয়েলমির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে সেলে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। ফোন কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে না চাইলে ইনফিনিটি সেলের মাধ্যমে থাকছে প্রিবুকিংয়ের অপশনও। সেক্ষেত্রে ১০৮০ টাকা দিতে হবে। সোমবার পর্যন্ত এই সেলের ভ্যালিডিটি রয়েছে।

ভারতে এই দুটো মডেলের দাম কত?

শোনা যাচ্ছে, রিয়েলমি ৮ প্রো- এর দাম হতে পারে ২৫ হাজার টাকার আশেপাশে। আর রিয়েলমি ৮- এর দাম থাকতে পারে ১৫ হাজার টাকার আশেপাশে। এছাড়াও সূত্রের খবর, রিয়েলমি ৮ প্রো মডেলে ৫জি পরিষেবা এবং রিয়েলমি ৮- এ ৪জি পরিষেবা থাকতে পারে।

রিয়েলমি ৮ এবং ৮ প্রো- এর স্পেসিফিকেশন-

১। রিয়েলমি ৮ প্রো- তে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকপ্যানেলে এই ক্যামেরা ছাড়াও আরও তিনটে ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়া থাকবে পারে ISOCELL HM2  সেনসর। গতবছর অর্থাৎ ২০২০ সালে এই সেনসর লঞ্চ হয়েছিল।

২। ৪জি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে থাকতে পারে Snapdragon 732G processor। আর ৫জি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে থাকতে পারে Snapdragon 750G chipset।

৩। এই ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির ১০৮০পি AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 90Hz। উপরের বাঁদিকে থাকতে পারে পাঞ্চ হোল। ডিসপ্লে- তে থাকতে পারে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ব্যাটারি 4500mAh। সেখানে থাকতে পারে 50W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৪। রিয়েলমি ৮ প্রো ৬জিবি এবং ৮জিবি র‍্যাম, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও থাকতে পারে অ্যানড্রয়েড ১১ ভার্সান।

৫। রিয়েলমি ৮ মডেলে থাকতে পারে G95 processor। এছাড়া থাকতে পারে ৬.৪ ইঞ্চির সুপার AMOLED ফুল স্ক্রিন ডিসপ্লে। ফোনের ব্যাটারি হতে পারে 5000mAh। সেই সঙ্গে থাকতে পারে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ফোনের ব্যাকপ্যানেলে থাকতে পারে আরও চারটি ক্যামেরা।